অস্ট্রেলিয়ার মাটিতে বীরত্বের পুরস্কার, ৬ ভারতীয় ক্রিকেটার বিলাসবহুল গাড়ি!
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বীরত্ব দেখানোর পুরস্কার পেলেন মহম্মদ সিরাজ, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি ও শার্দুল ঠাকুর। ছয় ভারতীয় ক্রিকেটারকে বিলাসবহুল এসইউভি গাড়ি উপহার দিলেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। এর মধ্যে চার জনই ভারতীয় দলের হয়ে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে মাত্র তিনটি টেস্ট খেলে ১৩টি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি ৫ উইকেট নেন। অন্যদিকে ভারতীয় দলের হয়ে প্রথমবার টেস্ট সিরিজ খেলতে নামা ওপেনার শুভমান গিল তিনটি ম্যাচ খেলে ২৫৯ রান করেছেন। গাব্বা টেস্টে ভারতের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল গিলের ৯১ রানের ইনিংস। ভারতের হয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামা শার্দুল ঠাকুর ব্রিসবেন ম্যাচে ৭ উইকেট নেন। ম্যাচের প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে মূল্যবান ৬৭ রান।
অন্যদিকে ব্রিসবেনেই ভারতের হয়ে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন ওয়াশিংটন সুন্দর ও টি নটরাজন। ম্যাচের প্রথম ইনিংসে তিন উইকেট নেন নটরাজন। ম্যাচে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি প্রথম ইনিংসে ৬২ রানের অনবদ্য ইনিংস খেলেন ওয়াশিংটন। প্রত্যেকের পারফরম্যান্সে খুশি হয়েছেন দেশের ক্রিকেট প্রেমীরা। খুশি হয়েছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা।