অজি বধের আনন্দে নিজেকে বিলাসবহুল গাড়ি উপহার সেরা আবিষ্কার সিরাজের
বাবার মৃত্যুর শোক বুক নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে বল হাতে আগুন জ্বালিয়ে দেওয়া মহম্মদ সিরাজ নিজেকে দারুণ উপহার দিলেন। জাতীয় দলের হয়ে নিজের প্রথম টেস্ট সিরিজ শেষে দেশে ফিরেই কিনে ফেললেন বিলাসবহুল বিএমডব্লুউ গাড়ি। সোশ্যাল মিডিয়ায় গাড়ির ছবিও পোস্ট করেছেন অস্ট্রেলিয় সফরের সেরা আবিষ্কার।

সিরাজের গাড়ি
অস্ট্রেলিয়া সফরে দুর্দান্ত সাফল্যের উপহার হিসেবে নিজেকে বিলাসবহুল বিলাসবলহুল বিএমডব্লুউ গাড়ি উপহার দিলেন মহম্মদ সিরাজ। নিজের শহর হায়দরাবাদে ফিরেই শুভ কাজটি সেরে ফেলেন ২৬ বছরের ভারতীয় ফাস্ট বোলার। সেই গাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন সিরাজ। মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

সিরাজের পারফরম্যান্স
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে সুযোগ পাননি মহম্মদ সিরাজ। চোটের কারণে মহম্মদ শামি সিরিজ থেকে ছিটকে গেলে তাঁর পরিবর্তে ভারতের হয়ে সিরিজের শেষ তিনটি টেস্ট ম্যাচ খেলেন ২৬ বছরের ফাস্ট বোলার। অভিষেক সিরিজেই ১৩ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেন সিরাজ। সদ্য শেষ হওয়া বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের হয়ে সর্বাধিক উইকেট তিনিই নিয়েছেন।
|
সিরাজের প্রশংসায় শাস্ত্রী
মহম্মদ সিরাজকে সদ্য শেষ হওয়া বর্ডার-গাভাসকর ট্রফির সেরা আবিষ্কার বলে আখ্যা দিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী। এই ইস্যুতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ফিরেই বাবার কবরে সিরাজ
অস্ট্রেলিয়া সফর চলাকালীন বাবার মৃত্যুর খবর পেয়েও দেশে ফেরেননি মহম্মদ সিরাজ। টেস্ট সিরিজ শেষে ফেরার পর হায়দরাবাদে বাবার সমাধিতে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় ফাস্ট বোলার। কবরে বসে বাবার সঙ্গে কথাও বলেন ২৬ বছরের ক্রিকেটার।