আইপিএলের উপার্জনে ধোনি-বিরাট-রোহিতের ক্লাবে রায়না! কত বেতন বাঁ-হাতির?
আইপিএলে উপার্জনে কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি, টিম ইন্ডিয়র অধিনায়ক বিরাট কোহলি ও সহ অধিনায়ক রোহিত শর্মার ক্লাবে প্রবেশ করলেন প্রাক্তনী সুরেশ রায়না। আগামী আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতেই দেখা যাবে বাঁ-হাতি ব্যাটসম্যানকে। তাঁকে মোটা টাকার বেতন দিচ্ছে এমএস ধোনির দল। এ ব্যাপারে পরিসংখ্যানের দিকে নজর ফেরানো যাক।

রায়নার বেতন
২০২১ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতেই খেলতে দেখা যাবে সুরেশ রায়নাকে। আগামী মরসুমে দল তাঁকে ১১ কোটি টাকা বেতন দেবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

রায়নার ১০০ কোটি
আগামী মরসুমে আইপিএল সূচি মেনে হলে সুরেশ রায়নার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১১ কোটি টাকা বেতন হিসেবে পাঠাতে হবে চেন্নাই সুপার কিংসকে। তেমনটা হলে আইপিএলে রায়নার মোট উপার্জন ১০০ কোটি ছাড়িয়ে যাবে বলে জানাচ্ছে সংখ্যাতত্ত্ব। চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই ক্লাব প্রবেশ করতে চলেছেন দেশের বিশ্বকাপ জয়ী প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান। এখনও পর্যন্ত আইপিএল থেকে ৯৯.৭ কোটি টাকা উপার্জন করেছেন রায়না।

শীর্ষে এমএস ধোনি
আইপিএল থেকে মোট উপার্জনে তালিকার শীর্ষ স্থানে রয়েছেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। তিন বারের আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এখনও পর্যন্ত টুর্নামেন্ট থেকে ১৩৭.৮ কোটি টাকা উপার্জন করেছেন।

তালিকায় রোহিত ও বিরাট
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ বার আইপিএল জেতনো অধিনায়ক রোহিত শর্মা। টুর্নামেন্ট থেকে এখনও পর্যন্ত ১৩১ কোটি টাকা উপার্জন করেছেন হিটম্যান। তালিকার তৃতীয় স্থানে থাকা টিম ইন্ডিয়া তথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলির আইপিএল থেকে মোট উপার্জন ১২৬ কোটি টাকা।
'বিরাট মধ্য মেধার অধিনায়ক, রাহানে যেন পতৌদি'! কিংবদন্তি বেদীর বোমায় বিতর্ক