'হাওড়ায় ১৬-০ এ জিতব', রাজীবের পদত্যাগের পর হুঙ্কার অরূপের
কয়েকদিন আগে এক জনসভায় বিজেপির বঙ্গযুব মোর্চার নেতা সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেছিলেন যে তৃণমূল ছেড়ে যেমন শুভেন্দু এসেছেন , তেমনই তালিকায় নাম রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়েরও। প্রসঙ্গত এই রাজীব ও শুভেন্দুকে কয়েকদিন আগে পর্যন্তও একই পোস্টারে দেখা গিয়েছিল বিনা প্রতীকে। যারপরই শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরপর আজ রাজীব বন্দ্যোপাধ্যায় ছাড়লেন মন্ত্রিত্ব। যা নিয়ে বক্তব্য রেখেছেন হাওড়া (সদরে) তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায় ।

শুভেন্দুর বার্তা 'দুটি ধাক্কা তৃণমূলে লাগবে'
মানকুণ্ডর সভা থেকে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে তৃণমূলে আরও দুটি ধাক্কা আসন্ন। এরপর কেশপুরের সভা থেকে তিনি বলেন, ৫-৬ জন তৃণমূল থেকে বেরিয়ে যেতে পারেন। এদিকে, গতরাতে একটি বার্থডে পার্টিতে শুভেন্দু আমন্ত্রিত ছিলেন। সেখানে যান রাজীবও। যদিও তাঁদের ২ জনের মধ্যে দেখা হয়নি বলে খবর। এরপরই আজ রাজীব পদত্যাগের পত্র পাঠান মমতার কাছে।

অরূপের বার্তা
হাওড়া তৃণমূলের অন্দরে রাজীব বনাম অরূপ সংঘাতের খবর বহু আগে থেকেই প্রচলিত। এমন জায়গায় দাঁড়িয়ে রাজীবের মন্তিরত্ব থেকে পদত্যাগ প্রসঙ্গে অরূপ রায় বলেন, '৯৮ সালে হাওড়ায় দলটা তৈরি করেছি। তারপর থেকে জয়যাত্রা চলছে, চলবে। কে গেল কে এল তাতে কিচ্ছু যায় আসেনা।'

'ভাল কাজ করলে অভিযোগ হয়ই । তাতে কিছু যায় আসে না।'
তাঁর প্রতি রাজীবের অভিযোগ প্রসঙ্গে অরূর রায় বলেন। 'ভাল কাজ করলে অভিযোগ হয়ই । তাতে কিছু যায় আসে না।' তিনি বলেন, 'আমার জেলায় লক্ষাধিক কর্মী টিএমসি দুর্গ অটিট রাখবে। ২ জন মন্ত্রী ছেড়ে গেলেও যায় আসে না। যখন পতাকা ধরার লোক ছিলনা, তখন এঁরা ছিল না, এঁরা দলের মর্ম বুঝবে না। '

'গঙ্গা দিয়ে আরও জল গড়াবে, ১৬-০ এ জিতব'
অরূপ রায় বলেন,' আরও জল গড়াবে তবে গঙ্গা দিয়ে। তবে তাতে গঙ্গার জল অপবিত্র হবে না। ১৬ -০ আসনে জিতব।' তিনি সাফ জানান। 'রাজীবের সঙ্গে ৬ মাসের মধ্যে কথা হয়। তবে মনোমালিন্য নেই। রাজীবের সুমতি হোক।'
বনমন্ত্রীর পদ থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ