নয়াদিল্লি: গরুর দুধ নয়, মোষের দুধই এখন অধিক পছন্দ অধিকাংশ মানুষের৷ গরুর বদলে মোষের দুধ উৎপাদনের দিকে ঝুঁকছে ডেয়ারি ফার্মের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও৷ মোষের দুধে রয়েছে এ২ প্রোটিন৷ এমনটাই বললেন ডেয়ারি কোঅপারেটিভ তথা আমুলের ম্যানেজিং ডিরেক্টর রুপিন্দর সিং সোধি৷
ভারতীয় দুধে কম স্বাস্থ্যকর এ১ প্রোটিন রয়েছে বলে মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা খারিজ কর দেন সোধি৷ তিনি বলেন, ‘‘এ২ মিল্ক মার্কেটিং গিমিক নিউজিল্যান্ড থেকে এসেছে৷ সেখানে বাজার সম্পৃক্ত ছিল৷ সেকারণেই তাদের পণ্যকে বিশেষ করে তুলতে এই পরিভাষাটি ব্যবহার করা হয়েছিল৷ আপনারা নিশ্চিত থাকুন ভারতে গরু ও মোষের যে দুধ আপনারা পান করছেন তাতে ১০০ শতাংশ এ২ রয়েছে৷’’
সমস্ত এইচএফ (হলস্টাইন-ফ্রিজিয়ান) ক্রস-ব্রিড গরু ৫০ শতাংশ এ২ দুধ এবং ৫০ শতাংশ এ১ দুধ দেয়৷ ফলে ভারতে ৯০ শতাংশ দুধ এ২ দুধ৷ তিনি আরও বলেন, এ২ দুধে বাড়তি পুষ্টি নেই৷ এটা শুধুমাত্র বিপণনের একটি কৌশল৷ এ১ এবং এ২ এই দুটি এক ধরনের বিটা কেসিন৷ দুধের মধ্যে যা উপস্থিত রয়েছে৷ প্রতিটি গরুর দুধেই মূলত এ২ প্রোটিন থাকে৷ তবে সময়ের সঙ্গে সঙ্গে জেনেটিক মিউটেশনের কারণে কিছু গরু এ১ এবং এ২ উভয় প্রোটিন উৎপাদন শুরু করে৷ কিছু কিছু কেবল এ১ উৎপাদন করে।
ভারতে মোষের দুধে অধিক পরিমাণে এ২ রয়েছে৷ গরুর দুধেও এ২ রয়েছে৷ বিদেশি জার্সি এবং এইচএফ গরুর তুলনায় দেশি গরুর দুধে বেশি এ১ রয়েছে৷ ক্রসবিড গরুর দুধেও এ১ এবং এ২ থাকে৷
গত কয়েক বছরে ভারতে মোষের দুধের উৎপাদন ও ব্যবহার বেড়েছে বলেও উল্লেখ করেন সোধি৷ সেই সঙ্গে তিনি জানান, এটি বেশি পুষ্টিকর এবং গরুর দুধের চেয়ে বেশি ক্যালসিয়াম রয়েছে মোষের দুধে৷ তিনি আরও বলেন, ‘‘১৯৮২ সালে আমি আমুলে যোগ দিই৷ আমরা ৮০ শতাংশ মোষের দুধ এবং ২০ শতাংশ গরুর দুধ ব্যবহার করি৷’’
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.