'সংখ্যালঘু ভোটে ভাগ চাইতে বিজেপি আরএসএস পীরজাদাদের নামাচ্ছে', ভাইপো আব্বাসকে নিয়ে কোন বক্তব্য ত্বহার
গতকালই ফুরফুরে শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি তাঁর নতুন দল 'ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট' এর কথা ঘোষণা করেন। আর তারপরই পীরজাদা আব্বাস সম্পর্কে মুখ খোলেন ত্বহা সিদ্দিকি। তুলে ধরেন একাধিক বিস্ফোরক বার্তা।

সংখ্যালঘু ভোট ও ত্বহার বক্তব্য
এদিন ত্বহা সিদ্দিকি বলেন, সংখ্যালঘু ভোট ভাগ করতে কোটি কোটি টাকা খরচ করছে বিজেপি , আরএসএস। গত কয়েকদিন ধরে ভাইপো আব্বাসের বিরুদ্ধে তোপ দেগে একাধিক বক্তব্য তুলে ধরেন ত্বহা। এবার তাঁর বক্তব্য 'সাদা জামা আর গেরুয়া পরলেই দুর্নীতিমুক্ত হওয়া যায় না।'

'দীর্ঘ নিশ্বাস ফেললাম'
আব্বাসের নতুন রাজনৈতিক দলের প্রসঙ্গে মুখ খুলে ত্বহা বলেন, 'এতে আমরা ফুরফুরা শরিফের পীরজাদা, পীর সাহেবরা দীর্ঘ নিশ্বাস ফেললাম। ফুরফুরা শরিফের পীর সাহেবদের যাঁরা ভক্ত, তাঁরাও দীর্ঘ নিশ্বাস ফেললেন। এটা আমাদের কাছে খুব লজ্জার।' তিনি বলেন, ফুরফুরা শরিফের পীর সাহেবদের বংশের কোনও ছেলেই এপথে হাঁটেননি।

'কে বলেছে মিম বিজেপির দল?'
এদিকে, গতকাল নিজের দলের পাতাকা ও নাম ঘোষণা করে বাংলার বুকে কার্যত সাড়া ফেলে দেন আব্বাস। এদিকে , তাঁর দল ও মিমের যোগ এবং তাতে গেরুয়া শিবিরের প্রভাব নিয়ে প্রশ্ন করা হতেই ,তিনি বলেন, 'কে বলছে মিম বিজেপির দল? যে দলই আসবে তাকে নিজের মনে করে পথ চলব। ' এই বার্তা দিয়েই তিনি মিমের সঙ্গে তাঁর দলের জোট গড়ে চলার বার্তা দিয়েছেন।

'আব্বাস রাজ্যের ভালো চাইছেন'
এদিকে, ফুরফুরা শরিফের আরও এত পীরজাদা মোরেরাব সিদ্দিকি বলেন, 'যে কেউ রাজনৈতিক দল করতে পারেন। ফুরফুরা শরিফে সব দলের নেতারা আসেন। রাদ্যের ভালর জন্য ফুরফুরায় আসেন। আব্বাস রাজ্যের ভালো চাইছে।'