স্টাফ রিপোর্টার, কলকাতা : দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আগামী ২৪ ঘণ্টা আবহাওয়া শুকনো থাকবে। যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উত্তুরে হাওয়ার দাপটে জারি থাকবে বলে মনে খবর মিলছে।
আজ শুক্রবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৪ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, কাঁথিতে ১১.২ ডিগ্রি সেলসিয়াস পানাগড়ে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শুক্রবার শহর কলকাতার পারদ ফের নিম্নমুখী। সর্বোচ্চ তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল বৃহস্পতিবার ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ছিল। আর্দ্রতার পরিমান ব্যাপক ভাবে কমেছে। মূলত সকালের দিকে তা অনেকটাই কম। তাই শীত অনুভূত হচ্ছে বেশি। সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ২৬ শতাংশ।
হাওয়া অফিসের তথ্য মাফিক বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.০ ডিগ্রি সেলসিয়াস। যা এক লাফে ছয় ডিগ্রি বেড়ে পরের দিনেই চার ডিগ্রি কমে গিয়ে স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল গত ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আর্দ্রতার পরিমান যদিও এখনও বেশি রয়েছে। সর্বোচ্চ ৯৯ শতাংশ, সর্বনিম্ন ৫৭ শতাংশ। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.০ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সোমবার ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আর্দ্রতার পরিমান ছিল সর্বোচ্চ ৯৯ শতাংশ, সর্বনিম্ন ৫৮ শতাংশ। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেকের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস।
অপরদিকে উত্তর ভারতে চলছে কড়া ঠাণ্ডা। আরও দু’দিন এমন হাড় কাঁপানো শীত চলবে বলে জানাচ্ছে দিল্লির মৌসম ভবন৷ শীতে কাঁপবে দেশের রাজধানী দিল্লি, সঙ্গে বেশ কয়েকটি স্থানে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশের সীমান্তবর্তী এলাকা উত্তরাখণ্ডে ২৩-২৪ জানুয়ারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পক্ষে জানানো হয়েছে বেশিরভাগ এলাকায় তাপমাত্রা আরও কমবে।
আজ শুক্রবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৪.২ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনগরে মাইনাস ৬.১ ডিগ্রি সেলসিয়াস, লেংপুইতে ৭.৬ ডিগ্রি সেলসিয়াস, লখনউতে ৬.৩ ডিগ্রি সেলসিয়াস, জয়পুরে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, ইম্ফলে ৫.৬ ডিগ্রি সেলসিয়াস, চেরাপুঞ্জিতে ৫.২ ডিগ্রি সেলসিয়াস, ডাল্টনগঞ্জে ৮.১ ডিগ্রি সেলসিয়াস, জামশেদপুরে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, রাঁচিতে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, দ্বারভাঙ্গায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, দেহরিতে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস, গয়ায় ৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.