আইএসএল ২০২০-২১ : হাড্ডাহাড্ডি ম্যাচের প্রথমার্ধে মুম্বইয়ের বিরুদ্ধে ১ গোলে পিছিয়ে এসসি ইস্টবেঙ্গল
আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে এক গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করল এসসি ইস্টবেঙ্গল। তবে ম্যাচে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখে মুগ্ধ হয়েছেন ফুটবল প্রেমীরা। বেশ কিছু গোলের সুযোগ নষ্ট করেছে লাল-হলুদও।

১২ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দশম স্থানে দাঁড়িয়ে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। আজ জিতলে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে উঠে আসবে এসসি ইস্টবেঙ্গল। অন্যদিকে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার প্রথম স্থানে অবস্থান করছে মুম্বই সিটি এফসি। আজ জিতলে ২৯ পয়েন্টে পৌঁছে যাবে অভিনেতা রনবীর কাপুরের দল।
জিততে মরিয়া দুই দলই খেলার প্রথম থেকে আক্রমণে উঠতে থাকে। একদিকে গতিতে এসসি ইস্টবেঙ্গলকে পরাস্ত করতে থাকে মুম্বই সিটি এফসি। অন্যদিকে বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে চাপ কমানোর চেষ্টা চালাতে থাকেন এসসি ইস্টবেঙ্গলের ফুটবলাররা। তাতেও মুম্বইয়ের প্রাধান্য আটকাতে পারেনি লাল-হলুদ। ম্যাচের ২৭ মিনিটে মৌরতাদা ফলের গোলে পিছিয়ে পড়ে রবি ফাওলারের দল।
এরপর আক্রমণে ঝাঁঝ বাড়ায় এসসি ইস্টবেঙ্গল। বেশ কয়েকবার গোলের কাছেও পৌঁছেও যান রবি ফাওলারের ছেলেরা। তবু গোল পায়নি কলকাতার ক্লাব। ৩৭ মিনিটে মাট্টি স্টেইনম্যানের গোলমুখী চকিত শট হেড করে বাইরে পাঠিয়ে দেন মুম্বই সিটি এফসি ডিফেন্ডার তথা গোল স্কোরার মৌরতাদা ফল। ফলে ১-০ গোলের ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে মুম্বই সিটি এফসি।
ম্যাচে ৫২ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে এসসি ইস্টবেঙ্গল। গোলমুখে ৬টি শট নেয় লাল-হলুদ। অন্যদিকে ৪৮ শতাংশ বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখেও আসল কাজটি করে ফেলে মুম্বই সিটি এফসি।