• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

করোনা ভাইরাসের জেরে বাতিলই হতে চলেছে টোকিও অলিম্পিক! নতুন বিডের তোড়জোর!

করোনা ভাইরাসের প্রভাব জারি থাকায় টোকিও অলিম্পিক অবশেষে বাতিলই হতে চলেছে বলে সূত্রের খবর। জাপান সরকার এই ইস্যুতে গোপনে সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। তাই এ ব্যাপারে সরকারি স্তরে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি বলেও খবর। তবে শীঘ্রই সর্বসমক্ষে টোকিও অলিম্পিক নিয়ে চূড়ান্ত ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

করোনা ভাইরাসের জেরে বাতিলই হতে চলেছে টোকিও অলিম্পিক! নতুন বিডের তোরজোর!

টোকিওয় ২০২০ সালের ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল গ্রীষ্মকালীন অলিম্পিক। করোনা ভাইরাসের জন্য ইভেন্ট এক বছর পিছিয়ে দেওয়া হয়েছিল। ঠিক হয়েছিল যে ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হবে গেম। ইতিমধ্যে অলিম্পিককে ঘিরে জাপান সরকারের খরচও বাড়তে থাকে। তা সত্ত্বেও গেমস আয়োজন করতে তৎপর ছিল সিনজো আবে প্রশাসন।

যদিও অতিমারী পরিস্থিতিতে দেশে অলিম্পিকের আসর বসুক, চাইছিলেন না জাপানের অধিকাংশ মানুষ। মানুষের স্বাস্থ্য এবং সুরক্ষাকে প্রাধান্য দিতে গেমস বাতিল করে দেওয়ার দাবিও জানিয়েছিলেন সে দেশের ৮০ শতাংশ মানুষ। ফল নড়চড়ে বসেছিল জাপান প্রশাসন। তারই প্রেক্ষিতে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সঙ্গে দফায় দফায় আলোচনা শেষে গেমস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের তরফে জানানো হয়েছে। উল্টে ২০৩২ সালের অলিম্পিক আয়োজনের জন্য বিড জমা দিতে জাপানে তোড়জোর শুরু হয়েছে বলে খবর।

তবে এ ব্যাপারে গেমসে অংশগ্রহণকারী অলিম্পিক কমিটিগুলিকে এখনও কোনও তথ্য সরবারহ করা হয়নি বলে খবর। ফল সব দেশেই প্রস্তুতি চলছে জোরকদমে। এই অলিম্পিক বন্ধের সিদ্ধান্ত বিশ্বে আলোড়ন ফেলতে পারে বলে মনে করা হচ্ছ। জাপান প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। মৃতের সংখ্যা চার হাজার সাতশোর কিছু বেশি। সে দেশে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জাপান সরকার অলিম্পিক নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না বলে খবর।

English summary
Tokyo Olympic should be cancelled amid coronavirus, focus on 2032 games
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X