আইপিএল ২০২১-এর মিনি নিলাম কবে? কোথায় বসবে ইভেন্টের আসর? জেনে নিন
আইপিএল ২০২১-এরম মিনি নিলাম কবে হবে, বিসিসিআইয়ের তরফে সে সংক্রান্ত এক আভাস পাওয়া গিয়েছে। কোথায় বসবে ইভেন্টের আসর, তা নিয়েও ইঙ্গিত দিলেন বিসিসিআইয়ের এক কর্তা। উল্লেখ্য আগামী আইপিএলের জন্য কোন দল কোন কোন ক্রিকেটারকে ধরে রাখবে, কাদের ছেড়ে দেওয়া হবে, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। তাই এবার নিলামের দিকেই নজর রয়েছে দেশের ক্রিকেট প্রেমীদের।

কবে হবে আইপিএল ২০২১
আগামী ১৮ ফেব্রুয়ারি আইপিএল ২০২১-এর নিলাম হবে বলে জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্তা। যদিও এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে শীঘ্রই এই ইস্যুতে বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানিয়েছেন ওই বিসিসিআই কর্তা।

কোথায় হবে নিলাম
গত মরসুমের আইপিএল নিলাম কলকাতায় আয়োজন করা হয়েছিল। তবে এবার কোথায় ইভেন্টের আসর বসবে, তা এখনও ঠিক করা হয়নি বলে বিসিসিআই কর্তার দাবি। খুব শীঘ্র এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছ।

কোথায় হবে আইপিএল
করোনা ভাইরাসের আবহে ২০২০ সালের আইপিএল ভারতের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্ট। অতিমারীর প্রভাব জারি থাকায় এবারও ভারতের বাইরে আইপিএল নিয়ে যাওয়া হবে, নাকি দেশেই আয়োজন করা হবে টুর্নামেন্ট, সে ব্যাপারে বিসিসিআই এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বলে সূত্রের খবর।

কবে হবে আইপিএল
ফেব্রুয়ারি থেকে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ান ডে মোকাবিলায় মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। মার্চ পর্যন্ত চলবে প্রতিযোগিতা। তাই এপ্রিলে আইপিএল শুরু করার চেষ্টা চালানো হচ্ছে বলে বিসিসিআই সূত্রে খবর।