পাঁচজন কর্মীর মৃত্যুর পর ফের আগুন লাগল সিরাম ইনস্টিটিউটের একই ভবনে
আবারও আগুন লাগল সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে। বৃহস্পতিবার দুপুরে পুনের এসআইআইতে আগুন লাগার ঘটনা ঘটে, যেখানে মৃত্যু হয় পাঁচজনের। এই ঘটনার কিছুক্ষণের মধ্যে ফের আগুন ধরে যায় একই জায়গায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টো ৪৫ মিনিটে সিরামের নির্মীয়মান অফিসে আগুন ধরে যায়। তবে কোভিশিল্ডের উৎপাদনে এই দুর্ঘটনার কোনও প্রভাব পড়েনি।

দুর্ঘটনাগ্রস্ত ভবনে আটকে থাকা বেশকিছুজনকে উদ্ধার করেছে দমকল। সিরামের সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন যে এই প্রাণহানির ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত এবং মৃতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। যদিও এর আগে তিনি টুইট করে জানিয়েছিলেন যে আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে সাম্প্রতিকতম টুইটে পুনাওয়ালা বলেন, 'আমরা এক্ষুণি এই ঘটনার কিছু নতুন খবর জানতে পারলাম। এই দুর্ঘটনায় কিছুজনের মৃত্যু হয়েছে। আমরা খুবই দুঃখিত এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের তিনঘণ্টা সময় লাগে। দমকল সূত্রে জানা গিয়েছে যে বৈদ্যুতিন ত্রুটির কারণে এই আগুন ধরে যায়। যে পাঁচজন মারা গিয়েছেন তাঁরা চুক্তিভিত্তিক কর্মী ছিলেন এবং সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
এই ঘটনায় মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বিশ্বের বৃহৎ ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া পুনের একশ একর জমির ওপর গড়ে উঠেছে। মঞ্জরি নামের যে কমপ্লেক্সে আগুন ধরে তা কোভিড উৎপাদন কেন্দ্র থেকে এক কিমি দূরে অবস্থিত।
দল ঘোষণা করেই মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনকে সমর্থন আব্বাস সিদ্দিকির