স্বস্তির নিঃশ্বাস ফেলল গোটা বিশ্ব, বাইডেন শপথ নিতেই যা বললেন মোদী সহ অন্যান্য বিশ্ব নেতারা
৪৬তম আমেরিকান প্রেসিডেন্ট হিসেব শপথ নিয়েছেন জো বাইডেন৷ ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস হয়েছেন ভাইস প্রেসিডেন্ট৷ আর আমেরিকান প্রেসিডেন্টে হিসেবে শপথ নেওয়ার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা-বার্তা পৌঁছাচ্ছে তাঁর জন্য৷ এদিন নরেন্দ্র মোদী বাইডেনের উদ্দেশে এক টুইট বার্তায় লেখেন, ভারত-অ্যামেরিকা সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কাজ করতে দায়বদ্ধ।

শুভেচ্ছা-বার্তা পাঠিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
টুইট করে বাইডেনকে শুভেচ্ছা-বার্তা পাঠিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ টুইটারে তিনি লেখেন, আমেরিকার প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার জন্য জো বাইডেন ও কমলা হ্যারিসকে শুভেচ্ছা৷ আবহওয়া পরিবর্তন থেকে কোভিড, বিভিন্ন ইশুতে আমেরিকার নেতৃত্ব আমাদের কাছে গুরুত্বপূর্ণ৷ আমি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি৷

শুভেচ্ছা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ
শুভেচ্ছা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ৷ প্যারিস চুক্তিপত্রে যোগ দেওয়ার জন্য তিনি বাইডনেকে আহ্বান জানিয়েছেন৷ টুইটারে বাইডেন ও হ্যারিসের শপথ নেওয়ার দিনটি আমেরিকার বাসিন্দাদের জন্য ঐতিহাসিক বলেও উল্লেখ করেন তিনি৷ এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও জো বাইডেনকে ৪৬তম আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর শুভেচ্ছা জানিয়েছেন৷

নেতানইয়াহু বাইডেন ও হ্যারিসকে শুভেচ্ছা জানান
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু বাইডেন ও হ্যারিসকে শুভেচ্ছা জানাতে একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন৷ তাতে তিনি ইজরায়েল ও আমেরিকার সম্পর্কের কথা উল্লেখ করেছন৷ বাইডেনের সঙ্গে কাজ করার জন্য তিনি মুখিয়ে আছেন বলেও জানান বেঞ্জামিন৷

শুভেচ্ছাবর্তা পাঠিয়েছেন মোদী-রাহুল
এদিন বাইডেনকে শুভেচ্চা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি টুইটে লেখেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের সাফল্য কামনা করি। বিশ্ব শান্তি, নিরাপত্তা ও নানা সমস্যার মোকাবিলায় একসঙ্গে কাজ করতে প্রস্তুত। মোদীর পাশাপাশি ভারত থেকে রাহুল গান্ধী বাইডেন ও হ্যারিসকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু করার জন্য ইউএসএকে শুভেচ্ছা৷ প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে শুভেচ্ছা৷