২৪ ঘন্টার নিরিখে রাজ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ল! একনজরে জেলাগুলির অবস্থা
শুক্রবার ৬২৩, শনিবার ৬০৯, রবিবার ৫৬৫, সোমবার ৩৮৯, মঙ্গলবার ৪১২, বুধবার ৪০৯, বৃহস্পতিবার ৪১৬ । গত কয়েকদিন ধরে রাজ্যে (west bengal) করোনা (coronavirus) আক্রান্তের সংখ্যা এইভাবেই কমেছে বেড়েছে। এদিন স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, মৃত্যু হয়েছে ৯ জনের। এদিন সুস্থ হয়েছেন ৫১৭ জন। এদিন বুধবারের থেকে রাজ্যে সুস্থতার হার সামান্য বেড়েছে। বুধবার যেখানে সুস্থতার হার ছিল ৯৭.০৪ %, সেখানে বৃহস্পতিবার সুস্থতার হার ৯৭.০৬% ।


সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৬৬, ৮৯৮
বৃহস্পতিবারের হেলথ বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১৬ জন। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫, ৬৬, ৮৯৮ জন। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬,৫৬৫ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৫, ৫০, ২৪৪ জন। গত ২৪ ঘন্টায় ৫১৭ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সব থেকে বেশি মুক্তি ঘটেছে উত্তর ২৪ পরগনায় ( ১৫৬), এরপরেই রয়েছে কলকাতা (১১১)। উত্তর ২৪ পরগনায় ( ১৪১)। এরপরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা (৩৩) ।

সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, তারপর কলকাতা
এদিন সবচেয়ে বেশি করোনায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগনায়। তারপরেই রয়েছে কলকাতা। এদিন কলকাতায় ৯৭ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ২, কোচবিহারে ১, দার্জিলিং ১০, কালিম্পং ১ , জলপাইগুড়ি ৫, উত্তর দিনাজপুরে ৩, দক্ষিণ দিনাজপুরে ৩, মালদহ ৫, মুর্শিদাবাদে ৫, নদিয়া ১৯, বীরভূম ৯, পুরুলিয়া ৫, বাঁকুড়ায় ২৬, ঝাড়গ্রাম ৩, পশ্চিম মেদিনীপুরে ৭ , পূর্ব মেদিনীপুর ১৩, পূর্ব বর্ধমান ৫, পশ্চিম বর্ধমান ১৬, হাওড়া ২৯, হুগলিতে ২২, উত্তর ২৪ পরগনায় ১১০, দক্ষিণ ২৪ পরগনায় ২০ জন আক্রান্ত হয়েছেন।

খানিকটা বেড়েছে সুস্থতার হার
বুধবারের তুলনায় তুলনায় বৃহস্পতিবার খানিকটা বেড়েছে সুস্থতার হার। বুধবার সুস্থতার হার ছিল ৯৭.০৪ % । বৃহস্পতিবার সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.০৬% । এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে সারা দেশে সুস্থতার হার ৯৬.৭৫% । সারা দেশে মৃত্যুর হার রয়েছে ১.৪৪%-এ।

মৃত্যু হয়েছে ৯ জনের
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের। গত শুক্রবার ১৬, শনিবার ১৫, রবিবার ১২, সোমবার ১০, মঙ্গলবার ১১, বুধবার ৬ জনের মৃত্যু হয়েছিল । মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে ১০,০৮৯-তে।

কলকাতায় মৃত্যু ৩০৫২ জনের
এদিন যে ৯ জনের মৃত্যু হয়েছে রাজ্য জুড়ে, তাঁদের মধ্যে ৪ জন কলকাতার। এখনও পর্যন্ত কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে ৩০৫২ জনের। মৃত্যুর সংখ্যার নিরিখে কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে মৃত্যু হয়েছে ২৪৪৯ জনের। এদিন সেখানে ৩ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে হাওড়া, সেখানে ১০৩৫ জনের মৃত্যু হয়েছে। তারপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে ৭০৬ জনের মৃত্যু হয়েছে। এদিন হাওড়ায় কারও মৃত্যু না হলেও দক্ষিণ ২৪ পরগনায় ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আলিপুরদুয়ারে মৃত্যু হয়েছে ১ জনের।

স্যাম্পেল পরীক্ষা
এদিন সারা রাজ্যে ২৮, ২৯৩ টি স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। বুধবার পরীক্ষা করা হয়েছিল ২৭, ১০৪ টি স্যাম্পেল। এখনও পর্যন্ত রাজ্যে স্যাম্পেল পরীক্ষা হয়েছে ৭৭, ২৩, ৩৭৬ টি। প্রতি ১০০ টি পরীক্ষায় আক্রান্ত চিহ্নিত হয়েছে ৭.৩১%।
এবার 'প্রভাবশালী' তৃণমূল নেতার বাড়িতেও ফুটতে চলেছে পদ্ম, বিধায়কের সঙ্গে 'মধ্যস্থতায়' শুভেন্দু