বিধানসভা ভোটের আগে বড় ঘোষণা অসম সরকারের, শনিবারই ১ লক্ষ বাস্তুহীন মানুষকে পাট্টা বিলি মোদীর
বেজে গিয়েছে বিধানসভা ভোটের দামামা। এপ্রিল-মে মাসেই বাংলা,, তামিলনাড়ু, কেরলের সঙ্গে বিধানসভা ভোটের ময়দানে ঝাপাচ্ছে অসম। এদিকে সেকথা মাথায় রেখেই এবার অসমের জন্য একাধিক বড়সড় ঘোষণা করতে শুরু করেছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার। সূত্রের খবর, শনিবারই অসমের বিজেপি সরকারের একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ওইদিনই বাস্তুহীন প্রায় ১ লক্ষ মানুষের হাতেই 'পাট্টা’ বা জমির শংসাপত্র তুলে দিতে চলেছে সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, স্বাধীনতা দিবসের পর থেকেই এই প্রথম একইসাথে অসমের এই বিশালাকার মানুষ জমির পাট্টা পেতে চলেছেন বলে খবর। এদিনই একথা জানান অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আগামী শনিবার শিবাসাগর জেলার জেরেঙ্গা পোথারেই এই অনুষ্ঠান হবে বলেও জানান তিনি। এদিকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই খুশির জোয়ারে ভাসতে দেখা গিয়েছে অসমের একটা বড় অংশের বাস্তুহারা মানুষদের।
এদিকে পাট্টা বিলির এই ঘোষণা করতে গিয়েও পূর্ববর্তী কংগ্রেস সরকারের তুলোধনা করতে ছাড়েননি অসমের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “ অতীতে অসমের কোনও সরকার এ জাতীয় জনদরদি উদ্যোগ নেয়নি যা আমরা করে দেখাচ্ছি। নিদারুন কষ্ট ও অসহায়তার মধ্যেও রাজ্যের হাজার হাজার মানুষ দশকের পর দশক ধরে দিন গুজরান করলেও তাদের ভূমির অধিকার নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি কংগ্রেস। অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই সেই মহান কাজ শুরু হতে চলেছে।”
রিং রোডে মিলছে না ট্রাক্টর মিছিলের অনুমতি! রফা সূত্র খুঁজতে শুক্রবার ফের কৃষক-পুলিশ বৈঠক