• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

থাইল্যান্ড ওপেনের কোয়ার্টারে ভারতের সমীর, শেষ আট স্বস্তিক-চিরাগ জুটিও

রথী-মহারথীদের ব্যর্থতার ভিড়ে ইয়নেক্স থাইল্যান্ড ওপেনে জ্বলে উঠল ভারতের তরুণ ব্রিগেড। ইভেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন সমীর ভর্মা। টুর্নামেন্টের শেষ আট পৌঁছলো ভারতের স্বস্তিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেঠি জুটি। যাঁরা থাইল্যান্ড ওপেনে ভারতের পদক জয়ের আশা জিইয়ে রেখেছেন।

থাইল্যান্ড ওপেনের কোয়ার্টারে ভারতের সমীর, শেষ আট স্বস্তিক-চিরাগ জুটিও

টয়োটা থাইল্যান্ড ওপেনের প্রথম রাউন্ড থেকেই হেরে বিদায় নিয়েছিলেন সমীর ভর্মা। সেখান থেকে শিক্ষা নিয়ে ইয়নেক্স থাইল্যান্ড ওপেনে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে চলেছেন বিশ্বের ৩১ নম্বর ভারতীয় শাটলার। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে অষ্টম বাছাই লি জি জিয়াকে ১৮-২১, ২৭-২৫ ও ২১-১৯ গেমে হারিয়ে দেন সমীর। এক ঘণ্টা ১৪ মিনিট ধরে চলে মোকাবিলা। দ্বিতীয় রাউন্ডে ভারতীয় শাটলারের কাছে ২১-১২, ২১-৯ গেমে পরাস্ত হয়েছেন ডেনমার্কের রাসমুস গেমকে। কোয়ার্টার ফাইনালে প্রতিযোগিতার তৃতীয় বাছাই তথা ডেনমার্করই শাটলার আন্দ্রেস আন্টোনসেনের মুখোমুখি হবেন সমীর।

অন্যদিক ইয়নেক্স থাইল্যান্ড ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ভারতের স্বস্তিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেঠি জুটি। দ্বিতীয় রাউন্ডে জার্মানির মার্ক লামসফুস ও ইসাবেল হেরটরিচকে ২২-২০, ১৪-২১ ও ২১-১৬ গেমে হারিয়েছে ভারতীয় জুটি। প্রতিযোগিতায় নামতে চলেছেন পিভি সিন্ধু, এইচএস প্রণয়ের মতো ভারতীয় শাটলাররা।

ধোনির উত্তরসূরির পরিচয়ে নয়, নিজের নামে সুনাম অর্জন করতে চান পন্থ

English summary
Indian shuttler Sameer Verma eases into quarter final of Thailand Open
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X