পুণের সিরাম ইনস্টিটিউটে ভয়াবহ আগুন! করোনা টিকা প্রস্তুতকারক সংস্থায় দমকলের ৬টি ইঞ্জিন
পুণেতে অবস্থিত সেরাম ইনস্টিটিউটের বিল্ডিংয়ে এক নম্বর টার্মিনালের গেটে আগুন। দুর্ঘটনাস্থানে দমকলের অন্তত ৬টি ইঞ্জিন। তবে যেখানে আগুন লেগেছে সেখানে করোনা টিকা তৈরি হয় না। কিন্তু যাতে করোনা টিকা যে স্থানে তৈরি হয়, সেখানে আগুন না ছড়াতে পারে, তার জন্যে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে এই আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।

জানা গিয়েছে আগুন থেকে বাঁচাতে বিজ্ঞানীদের ইনস্টিটিউট থেকে বের করে আনা হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, সেরাম ইনস্টিটিউটের দ্বিতীয় তলে আগুন লেগেছে। বিসিজি ভ্যাকসিন তৈরি হয় ওই জায়গায়। দুর্ঘটনাস্থান থেকে সব বিজ্ঞানীদের সুরক্ষিতভাবে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে বলে স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে।
সেরাম ইনস্টিটিউট কোভিশিল্ড ভ্যাকসিনও প্রস্তত করে। তবে ক্যাম্পাসের যে অংশে আগুন লেগেছে সেখানে করোনার প্রতিষেধক কোভিশিল্ড তৈরির কাজ হয় না। কোভিশিল্ড তৈরির ইউনিট সুরক্ষিত রয়েছে। সেরাম ইনস্টিটিউটের পার্শ্ববর্তী এলাকা থেকে যে ভিডিয়ো সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে আশপাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দমকলের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন। আগুন যাতে অন্য ইউনিটগুলিতে ছড়িয়ে না পড়ে, সেই দিকেও সজাগ রয়েছেন দমকলকর্মীরা।