• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

মার্কিন সেনেটের ভারসাম্য বদলে অ্যাডভান্টেজ জো বাইডেন, আমেরিকা এখন ডেমোক্র্যাটদের হাতে

সদ্য অনুষ্ঠিত হওয়া জর্জিয়ার দুটি সেনেট আসনের নির্বাচনে তে সবাইকে অবাক করে দিয়ে এবং কতকটা বাইডেন-কমলা ঝড়ের উপর ভর করেই ডেমোক্র্যাট জিতেছিল। এবং এদিন রাফায়েল ওয়ারনক, জন অসফ এবং ক্যালিফোর্নিয়ার অ্যালেক্স প্যাডিলা শপথ গ্রহণ করতেই সেনেটের ১০০টি আশনের মধ্যে রিপাবলিকানদের সঙ্গে সমান-সমান হয়ে গেল ডেমোক্র্যাটরা।

মার্কিন সেনেটের ভারসাম্য বদলে অ্যাডভান্টেজ জো বাইডেন, আমেরিকা এখন ডেমোক্র্যাটদের হাতে

জর্জিয়া রাজ্যের দুটি আসনের রান অফ নির্বাচনে জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সেনেটের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। ডেমোক্র্যাটরা জর্জিয়ার এই দুটি আসন পাওয়ায় সেনেট এখন ডেমোক্র্যাট সদস্য সংখ্যা ৪৮ হলেও স্বতন্ত্র দুই সদস্য বার্নি স্যান্ডার্স ও অ্যাঙ্গাস কিংয়ের ভোট প্রায়ই তাদের পক্ষে যায়। এদিকে ৫০-৫০ হলেও সেনেটের স্পিকার হবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তাই পাল্লা ঝুঁকে থাকবে ডেমোক্র্যাটদের দিকেই।

এই ভারসাম্য বদলের ফলে বাইডেনের ইচ্ছা মতো উদারপন্থি বিচারকদের নিয়োগ দেওয়া, করোনা ভাইরাস ত্রাণ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন বিষয়ক অগ্রাধিকারমূলক আইনি এজেন্ডাগুলো বাস্তবায়ন সহজ হবে। শপথ নিয়েই ইতিমধ্যে ট্রাম্পের নেওয়া মোট ১৭টি সিদ্ধান্তকে খারিজ করার কথা জানিয়েছেন বাইডেন৷ এমনকি আমেরিকায় মুসলিম অনুপ্রবেশ রোধ করতে মেক্সিকোর সীমান্তে পাঁচিল তোলার কথা জানিয়েছিল ট্রাপ৷

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই ট্রাম্পের একাধিক পদক্ষেপকে বাতিল করবেন বলে জানালেন জো বাইডেন৷ যেখানে উল্লেখযোগ্য় সিদ্ধান্ত হল মুসলিম দেশ থেকে অভিবাসীদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে খারিজ করা৷ মুসলিমদের আমেরিকায় প্রবেশ আটকাতে ডোনাল্ড ট্রাম্প নয়া অভিবাসন নীতি নিয়ে এসেছিলেন ৷ সেই নীতিকে বাতিল ঘোষণা করা হবে বলে জো বাইডেনের দপ্তরের তরফে জানানো হয়েছে৷ এমনকি মেক্সিকো ও আমেরিকার সীমান্তে যে পাঁচিল তোলার কাজ শুরু করেছিল ট্রাম্প, তাতেও নিষেধাজ্ঞা জারি করা হবে৷

English summary
Three new Democratic senators sworn in, shifting control of the US Senate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X