আসন্ন বিধানসভা ভোটে বিজেপিকে ঠেকাতে নয়া রণকৌশল কংগ্রেসের! অসমে জোটের রাস্তায় ছয় দল
ইতিমধ্যেই বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে একাধিক রাজ্যে। প্রচারাভিযানেও নেমে পড়েছে শাসক-বিরোধী সমস্ত পক্ষই। এদিকে আসন্ন বিধানসভা ভোটকে পাখির চোখ করেই শেষ মহূর্তের ঘুঁটি সাজাতে শুরু করেছে অসমের রাজনৈতিক দলগুলিও। এবার অসমের পাঁচটি দলের সাথে জোট বেঁধে মাঠে নামার ঘোষণা করল কংগ্রেস।

বিজেপিকে ঠেকাতে জোটের রাস্তায় কংগ্রেস
মূলত বিজেপিকে রুখতেই অসমে একজোট হল কংগ্রেস, এআইইউডিএফ, বাম সহ প্রধান বিরোধী দলগুলি। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা সহ পাঁচ রাজ্যে আগামী এপ্রিল-মে মাসেই আগামী বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে আর কিছুদিনের মধ্যেই চূড়ান্ত নির্ঘন্ট প্রকাশের কথা রয়েছে নির্বাচন কমিশনের। অন্যদিকে অসমে শেষবারের বিধানসভায় প্রথমবারের জন্য ক্ষমতায় এসেছিল বিজেপি। এবারেও শেষ জয়ের রাস্তা প্রশস্ত হয় কিনা এখন সেটাই দেখার।

বুধবারই পাকাপাকি ভাবে জোটের কথা ঘোষণা
অন্যদিকে এই প্রথমবার একসঙ্গে এল কংগ্রেস ও আজমলের এআইইউডিএফ। এদিকে অসমে মুসলিম ভোট ব্যাঙ্কের উপর বরাবরই আধিপত্য রয়েছে কংগ্রেসের। সেই রসায়নকে কাজে লাগিয়েই আসন্ন ভোটে বাজিমাত করতে চাইছে কংগ্রেস। এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের। অন্যদিকে ২০১৬ সালের ভোটের সময় এই দুই দলের মধ্যে গুপ্ত আঁতাতের অভিযোগে সরব হয়েছিল বিজেপি। যা নিয়েও বিস্তর জলঘোলা হয়।

জোটে থাকছে কোন কোন দল ?
এদিকে বুধবারই ছয় বিরোধী দল একসঙ্গে সাংবাদিক সম্মেলন করে নিজেদের জোটের কথা ঘোষণা করে। এদিন কংগ্রেসের সাথেই এক মঞ্চে দেখা যায় বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ, সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল ও নবগঠিত আঞ্চলিক গণমোর্চাকে। এমনকী গতকালের জোটের ঘোষণার সময় কংগ্রেসের দুই সর্বভারতীয় পরিদর্শক ভূপেশ বাগেল ও মুকুল ওয়াসনিক উপস্থিত ছিলেন বলে জানা যায়।

শেষ বিধানসভায় কংগ্রেস পায় ২০ টি আসন
এদিকে শেষ বিধানসভা ভোটে কংগ্রেসের দখলে আসে কুড়িটি আসন, এআইইউডিএফ জেতে ১৪। সেখানে জোটের বাকি শরিকেরা কার্যত কোনও খাতাই খুতে পারেনি। অন্যদিকে শাসক শিবিরে রয়েছে অসম গণ পরিষদ, বিজেপি ও ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল। এমতাবস্থায় নয়া জোটের হাত ধরে এনডিএ-র বিজয়রথের গতি কতটা কমে এখন সেটাই দেখার।
বিজেপির পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর, আগুন! বর্ধমানে ধুন্ধুমার পরিস্থিতি