রাম মন্দিরের জন্যে ৫ লক্ষ অনুদান রাজ্যপালের! মুখ্যমন্ত্রী মমতার কাছেও চাওয়া হবে টাকা
রামমন্দির নির্মাণের জন্য বিশ্ব হিন্দু পরিষদকে ৫ লক্ষ ১ টাকা আর্থিক অনুদান দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিশ্ব হিন্দু পরিষদের সর্বভারতীয় কার্যকরী সভাপতি অলক কুমার গুপ্তা। তিনি বলেন, 'দেশজুড়ে রামমন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্ৰহ করছে বিশ্ব হিন্দু পরিষদ। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই অভিযান চলবে।'

মুখ্যমন্ত্রী মমতার থেকেও চাওয়া হবে টাকা
এদিকে রাম মন্দির নির্মাণের অর্থ সংগ্রহে নবান্নে মুখ্যমন্ত্রীর দরবারে যাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে নবান্নে সিএমও অফিসে ইমেইল করা হয়েছে। এই খবর জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের পূর্ব ক্ষেত্রীয় সম্পাদক অমিয় সরকার। অমিয় সরকার বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে এক রাজনৈতিক দলের নেত্রী হলেও উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। একজন প্রশাসনিক কর্তা। আমরা অবশ্যই তাঁর কাছে যাব।'

রাম মন্দির নিয়ে ব্যাপক সাড়া
রাম মন্দির এর অর্থ সঙ্গে এখনও পর্যন্ত রাজ্যে কেমন সাড়া পাচ্ছেন? এই প্রশ্নের উত্তরে অমিয় সরকার বলেন, 'ব্যাপক সাড়া পাচ্ছি আমরা। সারা রাজ্যজুড়ে রাম সেবকরা কাজ করছেন। সারাদিন অক্লান্ত পরিশ্রম করছেন। সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। সমাজের সব স্তরের মানুষের কাছে আমরা যাব। সরকারি আধিকারিক থেকে শুরু করে সংগীত জগত, ফিল্মি জগত এবং খেলোয়াড়দের কাছেও আমরা যাব।'

রাষ্ট্রপতি কোবিন্দও রাম মন্দির নির্মাণে ৫ লক্ষ টাকা দান করেন
এর আগে রাষ্ট্রপতি কোবিন্দ রাম মন্দির নির্মাণে ৫ লক্ষ টাকা দান করেন৷ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রাম মন্দির নির্মাণে জনগণের কাছে সাহায্যের আবেদন করেছিল৷ এই অর্থ সংগ্রহ প্র্রক্রিয়া ১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে৷ দেশের প্রাচীন ও আধুনিক স্থপতির সাহায্যে এই মন্দির নির্মাণ হবে৷ মন্দির নির্মাণে ভূমিকম্প, ঝড় প্রভৃতির প্রতিরোধক ব্যবস্থা নেওয়া হয়েছে৷ অযোধ্যার রাম মন্দিরের ভিত্তি স্থাপন ও ভূমি পূজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী৷