খোলা চুল, মেকআপহীন মিষ্টি লুক, ব্লু ডেনিমে ধরা দিলেন বিরাট জায়া, সন্তান হওয়ার পর প্রথমবার ক্যামেরার সামনে!
১১ জানুয়ারি কন্যা সন্তানের জন্ম হওয়ার পর মেয়েকে নিয়ে বেশ গোপনীয়তা রেখেছেন বিরাট-অনুষ্কা। মেয়ের জন্মের দিনই সোশ্যাল মিডিয়ায়, তাঁদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখার সিদ্ধান্তকে ফ্যানেরা এই সময় সম্মান জানাবেন বলে বিরাট টুইট করেন।

নতুন অতিথির কোনও ছবি পোস্ট করেননি বিরুষ্কা
এরপর ১০ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত পরিবারের নতুন অতিথির কোনও ছবি পোস্ট করেননি বিরুষ্কা। শুধু তাই নয়, এখনও মেয়ের জন্মের পর সামনের কয়েকদিন অন্তত পাপারাৎজিরা তাঁদের ছবি তোলা থেকে ছেড়ে দিন বলেও অনুরোধ করেন।

লেন্সবন্দি তারকা দম্পতি
বিরুষ্কা যতই অনুরোধ করুন না কেন, পাপারাৎজি থেকে ফ্যানেরা কি সেই অনুরোধ শুনতে চায়! এদিন মুম্বইয়ে পাপারাতজিদের ক্যামেরায় লেন্সবন্দি হলেন তারকা দম্পতি।

বিরাটকে সঙ্গে নিয়ে পোজ দিলেন অনুষ্কা
সন্তানের জন্মের পর রুটিন চেকআপের জন্য ডাক্তারের কাছে গিয়েছিলেন বিরুষ্কা,সেখানেই তারা লেন্সবন্দি হন। সন্তানের জন্মের পরেও একদম ফিট অনুষ্কা। পাপারাৎজিদের অনুরোধ রেখে বিরাটকে সঙ্গে নিয়ে পোজ দিলেন।

খোলা চুল আর মেকআপহীন মিষ্টি লুক
বৃহস্পতিবার এদিন অনুষ্কাকে খোলাচুল আর মেক আপহীন মিষ্টি লুকে পাওয়া গেল। সেই সঙ্গে বিরাট ঘরনী ব্লু ডেনিম আর ম্যাচিং শার্টে সেজেছিলেন। বিরাটের চোখে রোদচমশা থাকলেও অনুষ্কার চোখে ছিল না।

সন্তান হওয়ার পর এই প্রথমবার ক্যামেরার সামনে বিরুষ্কা
কন্যা সন্তান হওয়ার পর এই প্রথমবার ফ্যানেদের জন্য ছবি দিলেন বিরাট-অনুষ্কা। তবে করোনা কালে দুজনকেই মাস্ক পরে ছবির জন্য পোজ দিতে দেখা গিয়েছে।পাপারাৎজিরা ভালো ছবির জন্য মাস্ক খুলতে বললেও বিরুষ্কা মুখ থেকে মাস্ক সরাননি। বাবা-মা দুজনের চোখে মুখেই সন্তান হওয়ার আনন্দের তৃপ্তির হাসি ঝরে পড়েছে।
বলের আঘাতে শরীর জুড়ে কালশিটে, মেয়ের আদরে কষ্ট ভুলবেন পূজারা