বাংলায় হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে বৃষ্টির দাপট আসন্ন! উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
তাপমাত্রার পারদ সবেমাত্র উর্ধ্বগতির দিকে যাচ্ছিল। তারই মাঝে জানা যাচ্ছে এই সপ্তাহান্তেই জাঁকিয়ে শীত আসতে চলেছে। সৌজন্যে উত্তুরে হাওয়া। ফলে মাঘে যে ঠান্ডা চলে যাওয়ার আশঙ্কা করা হয়েছিল,তা এবার দাপট দেখাতে চলেছে রাজ্য়ে। সঙ্গে রয়েছে বর্ষণের পূর্বাভাস। একনজরে দেখা যাক রাজ্যে আবহাওয়ার গতিবিধি।

এক ধাক্কায় ৪ ডিগ্রি পতন তাপমাত্রার!
আবহাওয়ার পূর্বাভাস বলছে, বাংলায় এক ধাক্কায় ৪ ডিগ্রি পতন হয়ছে পারদের। ফলে শহর কলকাতা আপাতত হাড়হিম করা ঠান্ডায় কাঁপছে। আর এই রেশ সপ্তাহান্তে থাকবে বলে জানানো হচ্ছে। শুক্রবার থেকেই পারদ নামার সম্ভাবনা ছিল। তবে শীতের দাপুটে ব্যাটিং বৃহস্পতিবার থেকেই শুরু হল।

কলকাতায় তাপমাত্রা ও আবহাওয়ার খামখেয়ালি ভাব
কলকাতায় এদিন তাপমাত্রা সর্বনিম্ন ১৫.০ ডিগ্রি ছিল । অন্যদিকে , সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৭.২ ডিগ্রিতে। এর আগে বুধবার তাপমাত্রা ৫ ডিগ্রি বাড়ে। জানা গিয়েছে, উত্তর পশ্চিম হাওয়া দুর্বল হওয়ায় বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে দাপট দেখাচ্ছে দক্ষিণ পশ্চিম পূবালি হাওয়া। সেই কারণেই বুধবারের তাপমাত্রা বৃদ্ধি।

বৃষ্টির পূর্বাভাস বাংলার কোথায়?
জানা গিয়েছে, দার্জিলিং , জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরের ৫ জেলায় জাঁকিয়ে ঠান্ডার সঙ্গে প্রবল বৃষ্টির দাপট সপ্তাহান্তের মেজাজকে আরও বেশি উস্কানি দিতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আগামী ৪৮ ঘণ্টা আবহাওয়া শুষ্ক থাকার কথা। যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উত্তুরে হাওয়ার দাপটে শীত ঝোড়ো ব্যাটিং চালাতে পারবে বলে মনে করা হচ্ছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১২.৩
বাঁকুড়া ১২.১
বহরমপুর ৮.৮
ব্যারাকপুর ১২.১
বর্ধমান ১২.৩
দার্জিলিং ৩.২
হলদিয়া ১৬.৬
কৃষ্ণনগর ৯.৬
মালদা ১৩.২
সল্টলেকে ১৫.২
শ্রীনিকেতন ১০.২