বদলে যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম! বাঙালি আবেগ ছুঁতে মাস্টারস্ট্রোক মোদীর
সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্যে বাঙালি আবেগ ছুঁতে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে বিজেপি। সেই উপলক্ষে এবার মাস্টারস্ট্রোক দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, নেতাজির ১২৫ তম জন্মদিন উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলে রাখা হতে পারে নেতাজি বা আজাদ হিন্দ ফৌজের নামে। জানা যাচ্ছে কেন্দ্রের গঠিত কমিটির প্রস্তাব বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী
২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী। বুধবার সেই বিষয়টি চূড়ান্ত হয়েছে৷ প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এমনই জানা গিয়েছে৷ সেদিন তিনি সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এদিকে এই সফরের সময়ে বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ দলের একটি প্রতিনিধিদল। বঙ্গ বিজেপির পক্ষ থেকে এর জন্য প্রধানমন্ত্রী দপ্তরের কাছে সময় চাওয়া হয়েছে।

ভিক্টোরিয়া হলে নেতাজি-জয়ন্তীর অনুষ্ঠান
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গিয়েছে, কলকাতার ভিক্টোরিয়া হলে নেতাজি-জয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন নরেন্দ্র মোদী৷ সেই সময়ই নম বদলের ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। ওই অনুষ্ঠান থেকেই প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সারা দেশব্যাপী কর্মসূচির সূচনা করবেন৷ এছাড়া ন্যাশনাল লাইব্রেরিতেও তিনি একটি অনুষ্ঠানে যোগ দেবেন৷ ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকড় থাকতে পারেন বলে জানা গিয়েছে৷

ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলের সুপারিশ
মঙ্গলবার কেন্দ্রীয় সরকার নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করেছে৷ কলকাতায় ২৩ জানুয়ারি সেই পরাক্রম দিবসই পালন করা হবে৷ অনুষ্ঠানের নেতাজি পরিবারের সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর৷ উল্লেখ্য, নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী পালনের জন্য একটি কমিটি গড়েছে কেন্দ্রীয় সরকার৷ সেই কমিটিতে ৮৫জন রয়েছেন৷ এই কমিটির তরফেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলের সুপারিশ দেওয়া হয়েছে।

কালকা মেলের নাম পরিবর্তন
এদিকে কালকা মেলের নাম পরিবর্তন করে তা নেতাজি এক্সপ্রেস করার কথা ঘোষণা করল ভারতীয় রেল। কলকাতা থেকে হরিয়ানা পর্যন্ত চলা বহু পুরানো ট্রেন হাওড়া-কালকা মেল৷ তথ্য় অনুযায়ী, ১৯৪১ সালে অন্তর্ধানের পর নেতাজি বিহারের গোমোহ থেকে কালকা মেলে চড়েছিলেন৷ সেই কারণেই ২৩ জানুয়ারি তাঁর জন্মজয়ন্তীতে হাওড়া-কালকা মেলের নাম পরিবর্তন করে নেতাজি এক্সপ্রেস করার সিদ্ধান্ত নিয়ে রেলমন্ত্রক৷