ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই টেস্টেও ফিরছেন না জাদেজা! সীমিত ওভারেও অনিশ্চিত অল রাউন্ডার!
চোটের জর্জরিত রবীন্দ্র জাদেজাকে বাইরে রেখেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। সিরিজের শেষ দুই টেস্টেও অল রাউন্ডারকে পাওয়া যাবে না বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। এমনকী ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজেও জাদেজাকে না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানানো হয়েছে।

চোটে নেই জাদেজা
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের জন্য ঘোষিত ভারতীয় দলে চোটগ্রস্ত রবীন্দ্র জাদেজাকে রাখা হয়নি। জাড্ডুর চোট এতটাই গুরতর যে সিরিজের পরের দুটি টেস্টেও তাঁর দলে ফেরার সম্ভাবনা নেই বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। জানানো হয়েছে যে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজেও জাদেজাকে হয়তো পাচ্ছে না টিম ইন্ডিয়া। যদিও এ ব্যাপারে বিসিসিআইয়ের তরফে কোনও ঘোষণা করা হয়নি।

জাদেজার চোট
সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ব্যাট করার সময় বাঁ-হাতের বুড়ো আঙুলে আঘাত পান রবীন্দ্র জাদেজা। পরে স্ক্যানে ধরা পড়ে যে তাঁর ওই আঙুলে চিড় ধরেছে। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে অস্ট্রেলিয়াতেই ভারতীয় অল রাউন্ডারের চোটের স্থানে অস্ত্রোপচার করা হয়। এরপর তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। পুরোপুরি সুস্থ হতে জাদেজার ছয় সপ্তাহের বেশি সময় লাগবে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে ফিটনেস পরীক্ষা দিয়েই তাঁকে ভারতীয় দলে কামব্যাক করতে হবে বলে জানানো হয়েছে।

জাদেজার পরিবর্ত কে
রবীন্দ্র জাদেজার পরিবর্তে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে শার্দুল ঠাকুরকে খেলিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য দল বাছতে বসে নির্বাচকরা বাঁ-হাতি স্পিনার এবং ব্যাটসম্যান জাদেজার পরিবর্তে সম গোত্রের অক্ষর প্যাটেলকে দলে নিয়েছেন। যা ভাল সিদ্ধান্ত বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের দল
বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), রোহিত শর্মা, শুভমান গিল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, কেএল রাহুল, হার্দিক পন্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রণ অশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর।