কলকাতা: এবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের নাম বদলের সম্ভাবনা। সম্ভবত নেতাজি সুভাষ চন্দ্র বসু বা তাঁর আজাদ হিন্দ ফৌজের নামে এই স্মৃতি সৌধের নয়া নামকরণ হতে পারে। আগামী ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই এই স্মৃতি সৌধটির নয়া নামকরণের ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী। ওই দিন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে নেতাজিকে নিয়ে নতুন একটি গ্যালারির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই গ্যালারিতে নেতাজির ১২৫টি ছবি থাকবে।

এছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে বাংলার স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের নিয়ে আরও একটি গ্যালারির উদ্বোধন করবেন তিনি। এরপর ন্যাশনাল লাইব্রেরিতে নেতাজি শীর্ষক একটি আলোচনা সভায় উপস্থিত হবেন প্রধানমন্ত্রী।

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিন উপলক্ষে বছরভর নানা অনুষ্ঠান পালনের পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপনের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। এই কমিটির শীর্ষে রয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বছরভর নেতাজি স্মরণে দেশজুড়ে নানা অনুষ্ঠানের পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের। দিন কয়েক আগেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় মোদী সরকার। দেশের স্বাধীনতার আন্দোলনে নেতাজির ভূমিকাকে কুর্নিশ জানিয়েই এই সিদ্ধান্ত কেন্দ্রের।

জানা গিয়েছে, নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী পালনের জন্য তৈরি কমিটিই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটির নাম বদলের সুপারিশ করেছে। নেতাজি বা তাঁর আজাদ হিন্দ ফৌজের নামে স্মৃতিসৌধটির নামকরণের সুপারিশ করেছে এই কমিটি।

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা সেরেছেন মোদী-শাহরা। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ জানুয়ারি কলকাতায় এসে ভিক্টোরিা মেমোরিয়ালের নয়া নাম ঘোষমা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

কোনগুলো শিশু নির্যাতন এবং কিভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। জানাচ্ছেন শিশু অধিকার বিশেষজ্ঞ সত্য গোপাল দে।