ব্রিসবেন: গাব্বায় টেস্ট জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা দু’বার সিরিজ জয়ে মাতোয়ারা টিম ইন্ডিয়া৷ ভারতীয় দলের এই সাফল্যকে কুর্নিশ জানাচ্ছে ক্রিকেটবিশ্ব৷ ব্রিসবেনে ইতিহাস সৃষ্টি করে ড্রেসিংরুমে শিষ্যদের সামনে বক্তব্য রাখেন ‘গুরু’ রবি৷ চোখের জল নিয়ে অজিঙ্ক রাহানে-ঋষভ পন্তদের শাস্ত্রী বলেন শুধু ভারত নয়, সারা বিশ্ব তোমাদের কুর্নিশ জানাবে৷

গাব্বায় এর আগে সবচেয়ে বেশি ২৩৬ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ৷ তাও সেটা ৭০ বছর আগে৷ অর্থাৎ ১৯৫১ সালে৷ গাব্বায় অস্ট্রেলিয়ার পয়া মাঠে ৩২৮ তাড়া করে জয়ের স্বপ্ন অতি বড় সমর্থকও দেখেননি৷ কিন্তু মঙ্গলবার তা করে দেখান শুভমন গিল, ঋষভ পন্তরা৷ ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে চার টেস্টের সিরিজ ২-১ জিত নেয় রাহানে অ্যান্ড কোং৷

সিরিজ জিতে ড্রেসিংরুমে শাস্ত্রীর বক্তব্য নেটদুনিয়ায় ভাইরাল৷ কিন্তু রাহানে-পন্তদের কী বলেছিলেন ‘গুরু’ রবি? শাস্ত্রী বলেন, ‘আমার চোখে জল এসেছিল। যে সাহস তোমরা দেখিয়েছ, তা অবিশ্বাস্য। একের পর এক চোটের পরেও নিজেদের ওপর থেকে বিশ্বাস না-হারিয়ে লড়াই করে গিয়েছো৷ এটা একদিনে হয় না৷ ৩৬ রানে অল-আউট হওয়ার পরও নিজদের উপর থেকে বিশ্বাস হারাওনি৷’

রাহানে-রোহিতদের ‘হেডস্যর’ আরও বলেন, ‘আজ শুধু ভারত নয়, সারা বিশ্ব তোমাদের কুর্নিশ জানাবে। এই মুহূর্তটাকে উপভোগ কর। এই সময়টা নষ্ট কর না৷ যতটা পারো উপভোগ কর৷’ ক্রিকেটাদের পাশাপাশি ভারতের এই জয়ের পিছনে শাস্ত্রী তুলে ধরেন সাপোর্ট স্টাফ, ফিজিওদের ভূমিকাও।

১৯৮৮ সালের পর ব্রিসবেনে প্রথমবার টেস্ট হারল অস্ট্রেলিয়া৷ আর এই হারের সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ায় মাটিতে টানা দু’বার টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়ল ভারত৷ ২০১৮-১৯ মরশুমে বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া৷ এবার প্রথম টেস্টের পর বিরাট দেশে ফিরে আসায় পরের তিনটি টেস্টে ভারতকে নেতৃত্ব দেন রাহানে৷

বিরাট কোহলি দেশে ফিরে আসার পর রাহানে যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, তার ভূয়সি প্রশংসা করেন শাস্ত্রী বলেন, ‘অ্যাডিলেডে হারের পর যেভাবে দলকে তুমি ফিরিয়ে এনেছো, তা অসাধারণ। মাঠে সব কিছু যেভাবে নিয়ন্ত্রণে রেখেছিল, তা অসাধারণ৷’

কোহলির নেতৃত্বে অ্যাডিলেড ওভালে সিরিজের প্রথম টেস্ট হারে ভারত৷ শুধু হারেনি, দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানে অল-আউট হয়ে ভারতীয় ক্রিকেটকে একরাশ লজ্জা ‘উপহার’ দিয়েছিল বিরাটবাহিনী৷ কিন্তু মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজে সমতা ফেরায় রাহানের টিম ইন্ডিয়া৷ বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারায় ভারত৷ সিডনিতে তৃতীয় টেস্ট ড্র করে সিরিজ জয়ের আশা জিইয়ে রেখেছিল রাহানে অ্যান্ড কো৷ আর ব্রিসবেনে, যেখানেও ভারত কোনও দিন টেস্ট ম্যাচ জেতেনি, সেখানেই মঙ্গলবার ইতিহাস রচনা করেন গিল-পন্তরা৷

WATCH – Exclusive: Head Coach @RaviShastriOfc delivers a dressing room speech at Gabba.

A special series win in Australia calls for a special speech from the Head Coach. Do not miss!

Full 📽️📽️https://t.co/kSk2mbp309 #TeamIndia pic.twitter.com/Ga5AaMvkim

— BCCI (@BCCI) January 19, 2021

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

কোনগুলো শিশু নির্যাতন এবং কিভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। জানাচ্ছেন শিশু অধিকার বিশেষজ্ঞ সত্য গোপাল দে।