• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

নিজেদের কমিটির মান বাঁচাতে ময়দানে শীর্ষ আদালত! কৃষি আইন নিয়ে অচলাবস্থা কাটবে কীভাবে?

নতুন তিনটি কৃষি আইন নিয়ে অচলাবস্থা কাটাতে গত সপ্তাহেই একটি কমিটি গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ সেই কমিটি নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁদের কড়া সমালোচনা করল শীর্ষ আদালত৷ আদালতের তরফে সরাসরি জানানো হয়েছে যে ওই কমিটির সিদ্ধান্ত নেওয়ার কোনও ক্ষমতা নেই৷ যদি আপনাদের কমিটির সঙ্গে কথা না বলতে হয়, বলবেন না, কিন্তু কমিটির নিরপেক্ষতা নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন না।

কমিটিকে সকলের কথা শোনার বিষয়ে বলা হয়েছে

কমিটিকে সকলের কথা শোনার বিষয়ে বলা হয়েছে

প্রধান বিচারপতি এসএ বোবদে জানিয়েছেন যে ওই কমিটিকে সকলের কথা শোনার বিষয়ে বলা হয়েছে৷ কিন্তু ওই কমিটির ওই আইন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনও ক্ষমতা নেই৷ কমিটি শুধু সবপক্ষের সঙ্গে কথা বলে সুপ্রিম কোর্টকে রিপোর্ট পেশ করবে৷ তিনি আরও বলেন, 'যদি আপনাদের কমিটির সঙ্গে কথা না বলতে হয়, বলবেন না, কিন্তু কমিটির নিরপেক্ষতা নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন না।'

শীর্ষ আদালত তিনটি কৃষি আইনের উপর স্থগিতাদেশ দেয়

শীর্ষ আদালত তিনটি কৃষি আইনের উপর স্থগিতাদেশ দেয়

গত বছরের সেপ্টেম্বরে বাদল অধিবেশন চলাকালীন মোদী সরকার তিনটি নতুন কৃষি আইন পাশ করায়৷ এই আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন কৃষকরা৷ আইন বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টেও মামলা হয়৷ গত সপ্তাহে ওই মামলার শুনানিতে শীর্ষ আদালত তিনটি কৃষি আইনের উপর স্থগিতাদেশ দেয়৷ আর একটি কমিটি গড়ে বিষয়টির সমাধান করার চেষ্টা করে৷

কমিটি নিয়ে বিরোধীদের অভিযোগ

কমিটি নিয়ে বিরোধীদের অভিযোগ

যদিও বিরোধীদের অভিযোগ, কমিটিতে যাঁরা রয়েছেন, তাঁরা আগে এই আইনের পক্ষে মতামত প্রকাশ করেছিলেন৷ তাই এই কমিটি ঠিক নয়৷ বিশেষ করে আপত্তি উঠেছে ভারতীয় কিষাণ ইউনিয়নের প্রেসিডেন্ট ভূপিন্দর সিং মান নিয়ে৷ তিনি অবশ্য কমিটি থেকে বেরিয়ে গিয়েছেন৷ এই সংক্রান্ত শুনানিতে আজ এই নিয়ে সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট৷ পাশাপাশি নতুন করে কমিটি গঠন নিয়ে কেন্দ্রীয় সরকারের কী মত, তাও জানতে চেয়েছে শীর্ষ আদালত৷

English summary
Amid Farmers' protest, Supreme Court defends its committee as question about neutrality rises
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X