বাংলায় নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ, রাত পোহালেই হাইভোল্টেজ বৈঠক
রাজ্যে নির্বাচনী পারদ চড়তেই ক্রমাগত রাজনৈতিক সন্ত্রাসের খবর উঠতে শুরু করেছে। একাধিক জনসভা ঘিরে তড়েছে পারদ। এদিকে, নির্বাচনী পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আজই পা রেখেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ।

এদিন শহরে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। তাঁর সঙ্গে বুধবারই ছিল সিইএ আরিজ আফতাবের বৈঠক। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গই প্রাধান্য পায়। বৈঠকে রাজ্য পুলিশের নোডাল অফিসারদেরও থাকার কথা । এদিকে রাত পোহালেই নির্বাচন কমিশনের পরপর ২ টি বৈঠক রয়েছে। প্রথম বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশন বৈঠকে বসবে বলে খবর।
আর সেই বৈঠকেই তৃণমূলের বিরুদ্ধে ভোট দুর্নীতি ও সন্ত্রাস নিয়ে বিরোধীরা একযোগে মুখ খুলবে বলে খবর। এদিকে তৃণমূলের পাল্টা দাবি, সন্ত্রাস, দুর্নীতি যদি চলতই, তাহলে লোকসভায় বিজেপির আসন বাড়ত না।
এদিকে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর রাজ্যের ডি এম, এসপিদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন। বৈঠকে পুলিশ কমিশনাররাও থাকবে বলে খবর। প্রতিটি জেলা ভিত্তিতে রিপোর্ট কালই তলব করা হয়েছে। এরপর শুক্রবার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজির সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। গত সপ্তাহে রাজ্যের উপ নির্বাচন কমিশনারের সহ্গে স্থানীয় প্রশাসনিক মহলের বৈঠকে কমিশন একাধিক রিপোর্টে অসন্তুষ্টি প্রকাশ করে। এরপর আগামিকালের বৈঠক যে বাড়তি গুরুত্ব পাবে তা বলাই বাহুল্য।