• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

আইপিএল ২০২১ : পুরনো দলেই রায়না-ফ্যাফ, কেদার-পীযূষ-বিজয়কে ছাড়ল সিএসকে

আর কিছুদিনের মধ্যে আইপিএল ২০২১-এর নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে গত বছরের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তিন তারকা ক্রিকেটারকে ছেড়ে দিল চেন্নাই সুপার কিংস। এমএস ধোনির দলেই থেকে গেলেন মিস্টার আইপিএল। সেই তালিকায় নজর ফেরানো যাক।

কোপ তিন ক্রিকেটারের ঘাড়ে

কোপ তিন ক্রিকেটারের ঘাড়ে

প্রত্যাশা মতোই আইপিএলের গত মরসুমে পারফরম্যান্সে হতাশ করা স্পিনার পীযূষ চাওলা ও ওপেনার মুরলী বিজয় ও ব্যাটসম্যান কেদার যাদবকে ছেড়ে দিল চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টে ২০২০ সংস্করণের জন্য ভারতীয় লেগ স্পিনারকে কিনেছিল এমএস ধোনির দল। অন্যদিকে ২০১৮ সালে যে আশা নিয়ে মুরলী বিজয়কে পুনরায় কেনা হয়েছিল, সেই মতো তিনি পারফরম্যান্স করতে পারেননি। গত মরসুমে প্রত্যাশা পূরণে ব্যর্থ হন কেদার যাদবও।

কত টাকা বাঁচাল সিএসকে

কত টাকা বাঁচাল সিএসকে

২০২০ সালের আইপিএলে পীযূষ চাওলা, কেদার যাদব এবং মুরলী বিজয়কে দলে রাখতে ২২.৫ কোটি টাকা খরচ হয়েছিল সিএসকে-র। তিন ক্রিকেটারকে বাদ দিয়ে তহবিলে সেই টাকা সঞ্চয় করে রাখল এমএস ধোনির দল। ফলে আগামী নিলামে চড়া দামে ক্রিকেটার কিনতে পারবে চেন্নাই সুপার কিংস।

রায়নাকে রেখে দিল চেন্নাই

রায়নাকে রেখে দিল চেন্নাই

করোনা ভাইরাসের আবহে গত মরসুমে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল খেলতে অস্বীকার করেছিলেন সুরেশ রায়না। দুবাই থেকে ভারতে ফিরেছিলেন সিএসকে ক্রিকেটার। তা নিয়ে বিতর্ক অব্যাহত থাকলেও দেশের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যানকে নিজেদের কাছেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে চেন্নাই সুপার কিংস।

হরভজনের সঙ্গে চুক্তি শেষ

হরভজনের সঙ্গে চুক্তি শেষ

আইপিএল ২০২১-এ তাঁকে যে চেন্নাই সুপার কিংস পাচ্ছে না, তা নিজেই জানিয়েছেন হরভজন সিং। চেন্নাই সুপার কিংসের সঙ্গে ভাজ্জির চুক্তির মেয়াদ শেষ হয়েছে। অন্যদিকে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া অজি অল রাউন্ডার শেন ওয়াটসনকেও আগামী মরসুমের আইপিএলে পাচ্ছে না সিএসকে।

রয়ে গেলেন কারা

রয়ে গেলেন কারা

এমএস ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, শার্দুল ঠাকুর, স্যাম কারান, ফ্যাফ ডু প্লেসিস, মিচেল সান্টনার, সাই কিশোর, লুঙ্গি এনগিদি, ডোয়েন ব্র্যাভো, সুরেশ রায়না, ইমরান তাহির, করণ শর্মা।

বিদায় স্মিথ! মিনি নিলামের আগে অজি ক্রিকেটারকে ছেড়ে দিল রাজস্থান

English summary
IPL 2021 : CSK release Kedar Jadhav, Murali Vijay, Piyush Chawla, retain Suresh Raina
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X