• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

নেতাজি সম্মান দীর্ঘদিনের ছায়াসঙ্গী আবিদ হাসান সফরানিকে, ঘোষণা সুগত বসুর

  • By অভীক
  • |

নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে মরণোত্তর নেতাজি সম্মান দেওয়া হচ্ছে তাঁর দীর্ঘদিনের ছায়াসঙ্গী আবিদ হাসান সফরানিকে। এ কথা জানিয়েছেন নেতাজি রিসার্চ ব্যুরোর অধিকর্তা সুগত বসু।

নেতাজি সম্মান দীর্ঘদিনের ছায়াসঙ্গী আবিদ হাসান সফরানিকে, ঘোষণা সুগত বসুর

তিনি জানিয়েছেন, 'আমাদের মনে হয়েছে, আবিদ হাসানকে সম্মান জানানোর এটাই আদর্শ সময়। নেতাজি যে সাম্যের কথা বলতেন, সেটা তুলে ধরতে এই সিদ্ধান্ত। সেই ভাবনা থেকে আবিদ হাসানের পরিবারের সঙ্গে যোগাযোগ করি আমরা। ২৩ জানুয়ারি তাঁর আত্মীয়া ইসমত মেহেদি হায়দরাবাদ থেকে এই সম্মান গ্রহণ করবেন। হায়দরাবাদের যুবক আবিদ হাসান সফরানি, জার্মানিতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছিলেন। ১৯৪১ সালে সুভাষচন্দ্র বসু জার্মানিতে পৌঁছলে ধীরে ধীরে তাঁর সঙ্গে সখ্যতা গড়ে ওঠে আবিদের। নেতাজি ইউরোপ থেকে ডুবোজাহাজে এশিয়ার উদ্দেশে যাত্রায় লেগেছিল ৯০ দিন। যাত্রাপথে একমাত্র ভারতীয় সঙ্গী ছিলেন এই আবিদ হাসান।

এর পাশাপাশি, সিঙ্গাপুর এবং রেঙ্গুনেও নেতাজির ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন আবিদ। ইম্ফলে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। সুগত বসু মনে করিয়ে দেন,'উনি নেতাজির শেষদিন পর্যন্ত সঙ্গে ছিলেন। ভারত স্বাধীন হওয়ার পর ফরেন সার্ভিসে যোগ দেন। একাধিক দেশে ভারতের হয়ে কূটনীতিকের দায়িত্ব সামলেছেন।'

মমতার 'দুয়ারে সরকার' কর্মসূচির সাফল্য বর্ণনা করে নয়া পরিসংখ্যান প্রকাশ রাজ্যের

English summary
Sugata Bose announces Abid Hossain Safrani gets Netaji award in his 125 years birthday ceremony
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X