• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

শুধু ভারত নয়, এবার গোটা বিশ্ব তোমাদের কুর্ণিশ জানাবে, ড্রেসিংরুমে রাহানেদের তাতালেন শাস্ত্রী

  • |

৩৬ রানে অলআউট থেকে মাস ঘুরতেই ০-১ পিছিয়ে থাকা থেকে, অজিভূমে পেইনদের বিরুদ্ধে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়। তরুণ ব্রিগেডের কাঁধে চেপে ব্রিসবেন ঐতিহাসিক টেস্ট জিতে সিরিজ জিতেছে ভারত। ব্যাটিং বিপর্যয় থেকে চোট আঘাত, সব প্রতিকূলতা পার করে শুধুমাত্র মনের জোরে সিরিজের শেষ মুহূর্ত পর্যন্ত টিঁকে থাকা। আর সেখান থেকেই রূপকথা লিখছে ভারতীয় দল। যারপর ড্রেসিংরুমে ফিরে এবার ভারতীয় দলকে তাতালেন শাস্ত্রী।

ড্রেসিংরুমে কী বললেন শাস্ত্রী

ড্রেসিংরুমে কী বললেন শাস্ত্রী

বর্ডার গাভাসকর ট্রফি জয়ের পর ড্রেসিংরুমে দলের প্রশংসায় শাস্ত্রী বলেন, 'সিরিজ জুড়ে ভারত যে লড়াই দেখাল, তা ক্রিকেটদুনিয়া মনে রাখছে। ৩৬ এর অলআউট হওয়ার পর ভারত যেভাবে ঘুড়ে দাঁড়িয়ে একেবারে সিরিজ জিতে ইতিহাস তৈরি করল, তা ক্রিকেটের লোকগাথায় ঢুকে পড়ল। শুধু তাই নয়, চোট আঘাত দলকে অনেকটা নাড়িয়ে দিয়েছে। কিন্তু সেই পরিস্থিতিতে ভারতীয় দল হাল ছাড়েনি, লক্ষ্য থেকে টলেনি। ভারতের এই লড়াই ক্রিকেট দুনিয়া বহুদিন মনে রাখবে।'

শুধু ভারত নয়, গোটা দুনিয়া কুর্ণিশ জানাবে

শুধু ভারত নয়, গোটা দুনিয়া কুর্ণিশ জানাবে

এখানেই না থেমে শাস্ত্রী আরও জুড়েছেন, 'অজি ভূমে সিরিজ জিতে ভারত বিশ্ব দরবারে নতুন করে জায়গা তৈরি করল। দলের এই লড়াই দেখে এবার শুধু ভারত নয়, গোটা দুনিয়া এবার স্যালুট জানাবে।'

ক্রিকেটারদের নিয়ে কী বললেন শাস্ত্রী

ক্রিকেটারদের নিয়ে কী বললেন শাস্ত্রী

দলের ক্রিকেটারদের নিয়ে শাস্ত্রী আরও বলেন, 'অভিষেক টেস্ট সিরিজে শুভমান নিজেকে উজাড় করে দিয়েছে। পূজারা প্রতি ম্যাচেই শরীর আঘাত খেয়ে খেলে গেল। সত্যিই পূজারাই দলের সেরা যোদ্ধা। অজিঙ্ক সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে সিরিজ জেতালেন। পন্থের ফিনিশিং আউটস্যান্ডিং। ঋষভ ব্যাট করার সময় সবাইকেই হার্ট অ্যাটাক দিয়ে দিচ্ছিল। এরপর তরুণ বোলারদের কথা বলব, শার্দুল-সিরাজ-সুন্দর-নটরাজন-সাইনি প্রত্যেকে অসম্ভব ভালো খেলছে। তোমাদের থেকে প্রত্যাশা আরও বেড়ে গেল। '

 বিরাটের হাত ধরেই বদলেছে ভারত, বললেন শাস্ত্রী

বিরাটের হাত ধরেই বদলেছে ভারত, বললেন শাস্ত্রী

সেই সঙ্গে টেস্ট সিরিজ জয়ে ভারতের পাল্টে যাওয়া মানসিকতারও প্রশংসা করেছেন শাস্ত্রী। ভারতীয় কোচ এক্ষেত্রে বিরাটকে ধন্যবাদ দিয়েছেন। বিরাটের হাত ধরেই, ভারতীয় দল বিদেশের মাটিতেও জিততে পারে বলে যে শপথ নিয়েছিল, তাই ধাপে ধাপে সফল হচ্ছে বলে শাস্ত্রী জানিয়েছেন।

অন্তত ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিসিসিআই সভাপতি পদে বহাল সৌরভ, সচিব পদে শাহ

English summary
Forget India, the whole world will stand up and salute you says Ravi Shastri in Dressing room
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X