দুবাই: গাব্বায় ব্যাট হাতে দলকে জেতানোর পুরস্কার হাতেনাতে পেলেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত৷ আইসিসি টেস্ট ব়্যাংকিংয় কেরিয়ারে সেরাতে পৌঁছলেন তিনি৷ তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ তিনটি টেস্টে না-খেলা বিরাট কোহলির পিছিয়ে চার নম্বরে নেমে এলেন৷

মঙ্গলবার গাব্বায় ৩২৮ রান তাড়া করে জেতে ভারত৷ এর আগে সবচেয়ে বেশি ২৩৬ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ৷ তাও সেটা ৭০ বছর আগে৷ অর্থাৎ ১৯৫১ সালে৷ গাব্বায় অস্ট্রেলিয়ার পয়া মাঠে তিনশোর বেশি রান তাড়া করে জয়ের স্বপ্ন অতি বড় ভারতীয় সমর্থকও দেখেননি৷ কিন্তু মঙ্গলবার তা করে দেখান শুভমন গিল, ঋষভ পন্তরা৷ ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে চার টেস্টের সিরিজ ২-১ জিত নেয় রাহানে অ্যান্ড কোং৷

মঙ্গলবার শেষ হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাস্কর ট্রফি৷ আর বুধবার ব়্যাংকিং প্রকাশ করেছে আইসিসি৷ টেস্টে ব্যাটিং ব়্যাংকিংয়ে বেশ কিছুদিন ধরে দু’ নম্বরে থাকলেও এই সিরিজের পর চার নম্বরে নেমে গেলেন ভারত অধিনায়ক৷ বিরাটকে পিছনে ফেলে তিন নম্বের উঠে এসেছেন অজি টপ-অর্ডার ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশানে৷ ব্রিসবেনে প্রথম ইনিংসে লড়াকু সেঞ্চুরির পুরস্কার পান তিনি৷ সিডনি টেস্টে সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে রয়েছেন স্টিভ স্মিথ৷ আর এক নম্বরে রয়েছেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন৷

তবে বর্ডার-গাভাস্কর ট্রফির শেষে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে পন্তের৷ সিডনিতে ৯৭ এবং ব্রিসবেনে ৮৯ রানের অপরাজিত ইনিংসের ফলে ব্যাটসম্যান ব়্যাংকিংয়ে কেরিয়ারের সেরা ১৩ নম্বরে উঠে এলেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান৷ ভালো ব্যাটিংয়ের পুরস্কার পেলেন শুভমন গিল, চেতেশ্বর পূজারা এবং ওয়াশিংটন সুন্দর৷ মেলবোর্নে টেস্ট অভিষেক হওয়া ভারতীয় ডানহাতি ওপেনার গিল ব্রিসবেনে তাঁর দুরন্ত ৯১ রানের ইনিংসের জন্য ৬৮ নম্বর থেকে ৪৭ নম্বরে উঠে এলেন৷ আর ব্রিসবেন টেস্টে অভিষেক হওয়া সুন্দর উঠে এলেন ৮২ নম্বরে৷ গাব্বায় হাফ-সেঞ্চুরির ফলে এক ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছেন পূজারা৷ ৯ নম্বরে রয়েছেন অজিঙ্ক রাহানে৷

আইসিসি বোলিং ব়্যাংকিংয়ে এক নম্বর জায়গা ধরে রেখেছেন অজি পেসার প্যাট কামিন্স৷ ৯০৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন তিনি৷ ভারতীয়দের মধ্যে প্রথম দশে রয়েছেন জসপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিন৷ এক ধাপ করে এগিয়ে ৮ ও ৯ নম্বরে রয়েছেন যথাক্রমে অশ্বিন ও বুমরাহ৷ অল-রাউন্ডার ব়্যাংকিংয়ে প্রথম দশে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা ও অশ্বিন৷ জাদেজা তিন এবং অশ্বিন তিন নম্বরে রয়েছেন৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

কোনগুলো শিশু নির্যাতন এবং কিভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। জানাচ্ছেন শিশু অধিকার বিশেষজ্ঞ সত্য গোপাল দে।