ঘন কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
দিন কয়েক তাপমাত্রা (temperature) নিম্নগামী (winter) থাকার পর মঙ্গলবার তা বাড়ল। বুধবারও তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবার বিকেলের পর থেকে তাপমাত্রা নামতে পারে বলে জানানো হয়েছে। ফলে সপ্তাহ শেষে তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
দুই বড় মামলায় অভিযুক্ত! তৃণমূল নেতা ছত্রধর মাহাতকে হেফাজতে নিতে আদালতে এনআইএ

উত্তর ভারতে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি
উত্তর ভারত জুড়ে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি। মঙ্গলবার দিল্লির তাপমাত্রা আরও কমেছে। একইসঙ্গে সকাল থেকে জাতীয় রাজধানী ঘন কুয়াশায় ঢাকা। সকাল থেকেই এই কুয়াশার প্রভাব পড়েছে ট্রেন ও বিমান চলাচলে। আবহাওয়া দফতরের পূর্বাভাস পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, উত্তর প্রদেশ, উত্তর রাজস্থান, বিহার ওড়িশায় ঘন কুয়াশায় আচ্ছন্ন হতে চলেছে। এছাড়াও উল্লিখিত রাজ্যগুলির কোনও কোনও জায়গায় আগামী দুদিন শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হবে তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী ২ দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তারপরের তিনদিন তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২ দিন রাতের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পরের তিনদিন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় মধ্যম মানের কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১১.৭ (১০.৫ )
বালুরঘাট ১০.৪ (৯.৮)
বাঁকুড়া ১২.৫ (১০.৯)
ব্যারাকপুর ১১.৫ (১০.৪)
বহরমপুর ১১.৬ ( ১১.২)
বর্ধমান ১২.৩ (১১.৪)
ক্যানিং ১২.৬ ( ১২.৪)
কোচবিহার ১১.৩ (১০)
দার্জিলিং ৫ ( ৬)
দিঘা ১৪ (১৩.২)
কলকাতা ১৩.৮ (১৩.৭)
মালদহ ১৩.১ (১২.৪)
পানাগড় ১০.৮ (৯.২)
পুরুলিয়া ( ৬.৪ )
শিলিগুড়ি ১১.৩ (৯.৪ )
শ্রীনিকেতন ১১.৮ (১০ )