সিরিজ জয়ের হ্যাটট্রিক! বর্ডার-গাভাসকর ট্রফিতে রমরমা ভারতেরই! কী বলছে পরিসংখ্যান
ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজও জিতেছে ভারতীয় ক্রিকেট দল। একই সঙ্গে অনন্য রেকর্ডের মালিক হয়েছে টিম ইন্ডিয়া। সবমিলিয়ে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত এতটাই এগিয়ে গিয়েছে যে, তাদের অতিক্রম করতে বহু বসন্ত পার করতে হবে অস্ট্রেলিয়াকে। এক নজরে দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান।

সিরিজ জয়ের হ্যাটট্রিক
২০১৮-১৯ মরসুমে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে হারিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এক বছর আগে ভারতে অনুষ্ঠিত হয়েছিল দুই দেশের টেস্ট সিরিজ। সেবারও বর্ডার-গাভাসকর ট্রফি ভারতে ফিরিয়ে এনেছিল বিরাট কোহলি শিবির। এবারেটা নিয়ে টানা তিন বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতল টিম ইন্ডিয়া।

অস্ট্রেলিয়ার মাটিতে টানা দুই বার
২০১৮-১৯ মরসুমে অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে হারিয়েছিল বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারত। করোনা ভাইরাসের আবহে ২০২০-২১ মরসুমের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়াতেই। অজিভূমে পরপর দুই বার বর্ডার-গাভাসকর ট্রফি জিতে নজির গড়েছে ভারত। যে রেকর্ড অস্ট্রেলিয়ার ঝুলিতে নেই।

মোট কতবার বর্ডার-গাভাসকর ট্রফি জিতল ভারত
১৯৯৬ সাল থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হয়েছে। মোট ১৫ বার একই সিরিজে মুখোমুখি হয়েছে দুই দল। এবারেরটা নিয়ে মোট ৯ বার বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে টিম ইন্ডিয়া। পাঁচ বার জিতেছে অস্ট্রেলিয়া। মাত্র একবার সিরিজ ড্র হয়েছে। অর্থাৎ সেরা যে ভারতই, তা পরিসংখ্যানই প্রমাণ করছে।

শেষ কবে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া
২০১৪ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছিল বর্ডার-গাভাসকর ট্রফি। ঘরের মাঠে সেবার সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। সেটিই তাদের শেষ খেতাব।
ব্রিসবেন টেস্ট জিতে ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ের দিন, হঠাৎ কেন ট্রেন্ডিংয়ে রাহুল দ্রাবিড়