ইডেনে বাংলাকে ছিটকে তামিলনাড়ুর হয়ে নায়ক কেকেআরের দীনেশ কার্তিক
ইডেনে তামিলনাড়ুর বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ হেরে সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বাংলা। সোমবার ইডেনে লিগে শেষ ম্যাচে দীনেশের তামিলনাড়ুর বিরুদ্ধে হার বাংলায়।
সৈয়দ মুস্তাকে শুরুটা অবশ্য বাংলার খারাপ হয়নি। টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে অনুষ্টুপের নেতৃত্ব বাংলা টানা ৩ ম্যাচে জেতে।

এরপরই অসমের অধিনায়ক রিয়ান পরাগের মারকাটারি ইনিংসের কারণে বাংলা সেই ম্যাচ হেরে বসে। এবার চেনা ইডেনে বাংলাকে ছিটকে দিলেন দীনেশ।এই ইডেনে নাইটদের নেতা হয়ে একাধিক ম্যাচ খেলেছেন। এবার ইডেনের মাঠে বাংলা দলকে ছিটকে দেওয়ার ক্ষেত্রে তিনি বড় ভূমিকা নিলেন।
ইডেনে তামিলনাড়ুর বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বাংলা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে। কাইফ আহমেদ ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন।
ক্যাপ্টেন অনুষ্টুপ ৩৪ ও উইকেটকিপার শ্রীবৎস ২১ রান হাঁকান। ২টি উইকেট নেন বাবা অপরাজিত। ১টি উইকেট মুরুগান অশ্বিনের। জবাবে তামিলনাড়ু ১৮ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তুলে ম্যাচ জিতে যায়। দীনেশ কার্তিক ৩১ বলে ৪৭ রান করে নট-আউট থাকেন।
অন্যদিকে নারায়ন জগদীশন ৪৫ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন। চলতি মুস্তাক আলিতে দুরন্ত ফর্মে রয়েছেন জগদীশন। পাঁচ ম্যাচে ৪টি হাফ-সেঞ্চুরি করেন তিনি, যার মধ্যে তিনটিতে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
দীনেশ কার্তিকদের কাছে হেরে বসায় বাংলার সামনে নক-আউট খেলার কোনও রাস্তাই খোলা নেই। তামিলনাড়ু গ্রুপের ৫টি ম্যাচেই জয় তুলে নিয়ে ২০ পয়েন্ট সংগ্রহ করে নক-আউট পর্বে প্রবেশ করে। বাংলা ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে গেল।