• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বড় খবর! করোনা ঠেকাতে ১০০ শতাংশ কার্যকরী এই নয়া টিকা, গোটা বিশ্বে ফের সাড়া ফেলল রাশিয়া

  • |

স্পুটনিক ভি-র সাফল্যের পর গত বছরের অগাস্ট থেকেই ফের নতুন সুখবর শোনাতে শুরু করেছিল রাশিয়া। সেই সময়েই সেদেসের দ্বিতীয় করোনা টিকা এপিভ্যাককরোনা আবিষ্কারের কথা জানায় রাশিয়া। এমনকী ট্রায়াল পর্বে টিকারই অভূতপূর্ব সাফল্যের কথা শোনেতে দেখা যায় প্রস্তুতকারক সংস্থা ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অফ ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি।এবার টিকাই মানবদেহে ১০০ শতাংশ কার্যকরী বলে জানাচ্ছে রাশিয়ার গ্রাহক অধিকার সুরক্ষা এবং মানব কল্যাণ সম্পর্কিত নজরদারি সংস্থা।

বড় খবর! করোনা ঠেকাতে ১০০ শতাংশ কার্যকরী এই নয়া টিকা, গোটা বিশ্বে ফের সাড়া ফেলল রাশিয়া

সম্প্রতি এই খবর প্রকাশিতি হয়েছে রাশিয়ান সংবাদ সংস্থা স্পুটনিক নিউজেও। প্রসঙ্গত উল্লেখ্য, মোডার্না হোক বা ফাইজার, অক্সফোর্ড হোক বা ভারত বায়োটেক কোনও সংস্থাই এখনও পর্যন্ত টিকার কার্যকারিতার নিরিখে ১০০ শতাংশের গণ্ডি ছুঁতে পারেনি। এমনকী প্রশ্ন উঠেছে রাশিয়ার হাতেই তৈরি বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন স্পুটনিক-ভি-র কার্যকারিতা নিয়ে। এমতাবস্থায় এপিভ্যাককরোনা যে গোটা বিশ্বে সাড়া ফেলতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন একাধিক পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল পর্বে দেখা গিয়েছে এপিভ্যাককরোনা ভাইরাস প্রতিরোধে মানবদেহে ১০০ শতাংশ পর্যন্ত কার্যকরী। এমনকী রাশিয়ার তৈরি প্রথম করোনা টিকা স্পুটনিক-ভি-তে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা গেলেও, এই দ্বিতীয় ভ্যাকসিন এপিভ্যাককরোনাতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া থাকছে না বলে সাফ জানাচ্ছেন গবেষকেরা।এদিকে এই টিকার প্রস্তুতকারক সংস্থা ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অফ ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি বর্তমানে ১৩ প্রকার করোনা ভ্যাকসিন নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বলেও খবর।

পুরুলিয়া : জনসভায় বিজেপিকে তুলোধোনা মমতার

বিশ্বের ৬ টি দেশে যাচ্ছে ভারতের ভ্যাকসিন , ঘোষণা দিল্লির

English summary
This new Russian corona vaccine EpiVacCorona is 100 percent effective in the human body
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X