নয়াদিল্লি: আর কদিন বাদে সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাই ইতিমধ্যেই প্রাক-বাজেট বৈঠক সারছেন তিনি। সোমবার বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে প্রাক-বাজেট বৈঠক করলেন তিনি। ওই বৈঠকে রাজ্যের অর্থমন্ত্রীরা করোনার সংকটের পরিপ্রেক্ষিতে নানা পরামর্শ দেন -কেমন করে সংকোচন থেকে বৃদ্ধির পথে আসা যায় ,আয় বাড়ানো যায় ইত্যাদি।
বৈঠকে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা রাজকোষের দুরাবস্থার কথা বলেছেন। এক দিকে করোনার মোকাবিলায় বিপুল খরচ অন্যদিকে লকডাউনের জন্য আয় কমে যাওয়া। সব মিলিয়ে নাজেহাল দশা। বেলাগাম ঘাটতি রীতিমতো দুশ্চিন্তার কারণ এখন নির্মলা সীতারামনের। যেখানে চলতি আর্থিক বছরে ৩.৫ শতাংশ ঘাটতি ধরা হয়েছিল সেখানে অংকটা বেড়ে কোথায় পৌঁছতে পারে তাই নিয়ে আশঙ্কা রয়েছে।
অর্থ মন্ত্রকের বিবৃতি অনুসারে এই বৈঠক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে করা হয়। এটাই প্রথম বাজেটের ইতিহাসে করোনা সংকটের জন্য এমন করে ভার্চুয়াল মোডে বৈঠক করা হলো। ইতিমধ্যে ৯টি স্বার্থ গোষ্ঠীর১৭০ জন প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ১৫টি প্রাক-বাজেট বৈঠক করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে এটি ছিল ১৬তম বৈঠক। গত মাসেই সীতারামন বেশ কিছু প্রাক-বাজেট বৈঠক করেছেন । সেইসব বৈঠকেও আর্থিক নীতি, কর ব্যবস্থা , বৃদ্ধি ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.