কলকাতা: আসন্ন ২৩ জানুয়ারি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন কে ‘পরাক্রম দিবস’ পালনের যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের এনডিএ সরকার, তার প্রবল সমালোচনা করল নেতাজির তৈরি দল ফরওয়ার্ড ব্লক।

মঙ্গলবার ফরওয়ার্ড ব্লকের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস কেন্দ্রের বিজেপি নেতৃত্বে চলা এনডিএ সরকারের তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, সুভাষচন্দ্র বসুর আদর্শ ভুলে গিয়ে শুধু তাঁর জন্মদিন কে পরাক্রম দিবস পালনের কোনও যুক্তি নেই। দরকার সুভাষবাদী চিন্তাভাবনার প্রয়োগ। সুভাষচন্দ্র বসু দেশের কৃষকদের রক্ষায় সমাজতান্ত্রিক মতাদর্শ প্রয়োগ করার কথা ভাবতেন।

এখন দেশের সরকার পুঁজিপতিদের হাতে কৃষি ব্যবস্থাকে তুলে দিতে চাইছে। দেবব্রত বাবু বলেছেন, সুভাষচন্দ্র বসু তাঁর জীবনানদর্শে ধর্ম, জাতি ভেদ দূরে রেখেছিলেন। অথচ তাঁর ভারতেই জাতিবাদ ও ধর্মীয় বিভেদ গত কয়েকবছরে প্রবল হয়েছে।

ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক বলেছেন, সুভাষচন্দ্রের আদর্শকে দূরে সরিয়ে ভ্রান্ত দেশপ্রেম দেখানোর চেষ্টা চলছে। দরকার সুভাষবাদী সর্বজনকল্যাণ নীতি।

তিনি বলেন, সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত দল ফরওয়ার্ড ব্লক নেতাজির দেখানো আদর্শ ও সাম্যবাদী সমাজতান্ত্রিক নীতি নিয়েই কেন্দ্রের ভ্রান্ত দেশপ্রেমের বিরুদ্ধে লড়াই চালাবে। নেতাজির জন্মদিনে জাতীয় ছুটির দাবি উঠেছে বারে বারে।

অতীতে ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে বহুবার কেন্দ্রকে এই দিনটিতে ছুটি ঘোষণার অনুরোধ জানিয়েছে৷ ছুটি দাবির আর্জি রেখেছে সিপিআইএম। কিন্তু সেই আর্জি এখনও বাস্তবায়িত হয়নি৷

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

কোনগুলো শিশু নির্যাতন এবং কিভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়। জানাচ্ছেন শিশু অধিকার বিশেষজ্ঞ সত্য গোপাল দে।