আইএসএল ২০২০-২১ : দুর্ধর্ষ হায়দরাবাদের বিরুদ্ধে ওড়িশার লড়াকু ড্র, ম্যাচের ফল ১-১
হায়দরাবাদ এফসি ও ওড়িশা এফসি-র মধ্যে আইএসএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়েছে। দুই দলই একটি করে গোল করেছে। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানেই দাঁড়িয়ে রইল হায়দরাবাদ এফসি। ১২ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার সর্বশেষ অর্থাৎ ১১তম স্থানেই দাঁড়িয়ে রইল ওড়িশা এফসি।

ম্যাচের প্রথমার্ধে আক্রমণে ঝড় তুলতে থাকতে হায়দরাবাদ এফসি। আরিদানে সান্টানাকে সামনে রেখে প্রতিপক্ষের রক্ষণভাগে দুই দিক থেকে তীব্র গতিতে বল তুলে আনতে থাকেন লিস্টন কোলাসো, হালিচরণ নার্জারি এবং আশিস রাই। কার্যত নাজেহাল হয়ে যান ওড়িশা এফসি-র রক্ষণভাগের ফুটবলাররা। তাঁদেরই ভুলে প্রথম গোল হজম করতে হয় লিগ তালিকার সবচেয়ে নিচের দিকে থাকা দল। ম্যাচের ১৩ মিনিটে লিস্টন কোলাসোর পাস থেকে গোল দেন হালিচরণ নার্জারি। বেশ কয়েকটি দুর্দান্ত সুযোগ পেয়েও প্রথমার্ধে গোল শোধ দিতে পারেনি ওড়িশা এফসি।
এক গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলা শুরু করে ওড়িশা এফসি। প্রথম থেকেই গোল শোধ দিতে মরিয়া হয়ে ওঠে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া দল। দুর্দান্ত গতিতে হায়দরাবাদ এফসি-র গোলমুখে একের পর পরিকল্পিত আক্রমণ তুলে আনতে থাকে দিয়েগো মাউরিসিও, ম্যানুয়েল ওনউ জুটি। পিছন থেকে তাঁদের বলের জোগান দিতে থাকেন বিনিত রাই, জেরি, লালহিমপুইয়ারা। তেমনই এক সংঘবদ্ধ আক্রমণের ফল স্বরূপ ম্যাচের ৫১ মিনিটে গোল দিয়ে ওড়িশা এফসি-র হয়ে সমতা ফেরান কোল আলেকজান্ডার।
ম্যাচের শেষ দশ মিনিটে দুই দলের আক্রমণ ও পাল্টা আক্রমণে টানটান হয় খেলা। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরিও করে ফেলে হায়দরাবাদ ও ওড়িশা। কিন্তু সফল হয়নি কোনও শিবিরই। ম্যাচে ৫৫ শতাংশ বলের দখল নিজেদের কাছে রাখে হায়দরাবাদ এফসি। গোলমুখে ১৬টি শট নেয় নিজামের শহর। অন্যদিকে ৪৫ বলের দখল নিজেদের কাছে রাখে ওড়িশা এফসি। গোলমুখে ১৩টি শট নেয় তারা।