• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ব্রিসবেন টেস্ট জিতে ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ের দিন, হঠাৎ কেন ট্রেন্ডিংয়ে রাহুল দ্রাবিড়

  • |

অজিভূমে ব্রিসবেন টেস্টে ঐতিহাসিক জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে রাহুল দ্রাবিড়। 'দ্য ওয়াল'কে নিয়ে ফ্যানেদের মধ্যে টুইটের ঝড় চলছে। ক্রিকেট ফ্যানেদের অনেকেই আজ টুইটে লিখেছেন, 'আপনার হাতেই সিরিজ সেরার পুরস্কার ওঠা উচিত।'

কিন্তু কেন হঠাৎ দ্রাবিড়কে নিয়ে টুইট

গাব্বায় রাহানের ভারত অস্ট্রেলিয়াকে হারানোর দিনে হঠাৎ কেন, চর্চায় রাহুল দ্রাবিড়? সেই নিয়ে অনেক ফ্যানই আবার অবাক হচ্ছেন। কারণটা খুব স্পষ্ট, ভারতের জয়ের দলের জুনিয়র ক্রিকেটারদের ভূমিকা! যে তরুণবিগ্রেডের কাঁধে চেপে ব্রিসবেন টেস্ট জিতে ঐতিহাসিক সিরিজ জিতল ভারত, সেই তরুণদের মেন্টর ও কারিগর রাহুল দ্রাবিড়।

ভিত গড়েছেন দ্রাবিড়

শুভমান গিলের ৯১ রান এদিন ব্রিসবেন টেস্ট জয়ের ভিত তৈরি করে দেয়। এই শুভমান রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের ফসল। দ্রাবিড়ের কোচিংয়ে ২০১৮ সালে পৃথ্বী-শুভমানরা ভারতকে অনূর্ধ্ব-উনিশ বিশ্বকাপ জেতায়। সেই দলের দুই তারকা আজ ভারতের অস্ট্রেলিয়া বধে দলে রয়েছেন।

ভারতের ইতিহাস গড়ার দিনে কেন দ্রাবিড়কে স্মরণ ফ্যানেদের

এখানেই শেষ নয়, অনূর্ধ্ব-১৯ কিংবা ভারতীয় এ দলের কোচ হিসেবে তরুণদের ভিত গড়ে দিয়েছিলেন মিস্টার ডিপেন্ডবল। শার্দুল ঠাকুর থেকে মহম্মদ সিরাজ, ঋষভ পন্থ থেকে নভদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দররা বিভিন্ন সময় দ্রাবিড়ের কোচিংয়ে শিক্ষার্থী ছিলেন। জুনিয়র দলের কোচ থাকাকালীন দীর্ঘদিন ধরে ভারতীয় দলের সাপ্লাই লাইন তৈরিতে নিজেকে উজাড় করে দিয়েছেন দ্রাবিড়। সেই কারণেই ডনের দেশের ভারতের ইতিহাস গড়ার দিনে আজ, দ্রাবিড়কে স্মরণ করছেন ফ্যানেরা।

ফ্যানেদের টুইট

টুইটে দ্রাবিড়ের ছবির পাশে কৃষকের বীজ বোনার ছবি পোস্ট করা হয়েছে। কৃষকরা যেভাবে দেশবাসীর মুখে অন্ন তুলে দেন, ঠিক তেমনি প্রচারের অলক্ষ্য থেকে রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেটকে পৃথ্বী শ, শুভমান গিল, ঈশান কিষাণ, দেবদূত পড়িক্কলের মতো একাধিক প্রতিভা উপহার দিয়ে চলেছেন বলে ফ্যানেরা কিংবদন্তি ক্রিকেটারকে কুর্ণিশ জানিয়েছেন।

English summary
Thank You, Dravid Sir, Former Cricketer dominating in twitter after india win border gavaskar trophy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X