বালাকোট স্ট্রাইকের গোপন তথ্য অর্ণব গোস্বামীকে কে দিয়েছিল? প্রশ্ন তুললেন রাহুল
দেশের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ,স্বরাষ্ট্রমন্ত্রী, ও বায়ুসেনা প্রধান এই পাঁচজন মানুষ বালাকোটের এয়ার স্ট্রাইকের বিষয়ে গোপন তথ্য জানতেন। এমন দাবি করে, রাহুল গান্ধী এদিন প্রশ্ন তুলেছেন যে তাহলে এই সেনা এয়ারস্ট্রাঅক সম্পর্কে কীভাবে তথ্য গিয়েছে সাংবাদিক অর্ণব গোস্বামীর কাছে?

অর্ণবের চ্যাট নিয়ে বিস্ফোরক রাহুল
অর্ণব গোস্বামীর সাম্প্রতিক চ্যাট নিয়ে একাধিক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসায় তোলপাড় জাতীয় রাজনীতি। এদিকে, রাহুল গান্ধী দাবি তোলেন বালাকোট এয়ার স্ট্রাইক নিয়ে যেন তদন্ত হয়। কারণ সেই এয়ারস্ট্রাইকের আগে গোপন তথ্য একজন সাংবাদিকের কাছে যাওয়া অপরাধমূলক।

প্রেরক ও গ্রহীতা অপরাধী
রাহুল গান্ধী দাবি করেছেন, যিনি তথ্য সরবরাহ করেছেন, আর যিনি এই তথ্য পেয়েছেন, তাঁরা দুজনেই সামন দোষী। রাহুলের বিস্ফোরক দাবি , যে তথ্য বালাকোট স্ট্রাইকের আগে পাইলটরা শেষ মুহূর্তে পান ,তা কী করে অর্ণব গোস্বামীর হাতে যায়?

অর্ণব সম্পর্কে রাহুল
এছাড়াও রাহুলের দাবি পুলওয়ামা আক্রমণ নিয়ে অর্ণব গোস্বামীর চ্যাটের বক্তব্য তাঁর ভালো লাগেনি। তিনি বলেন এই বিতর্কিত মন্তব্য যেনব নরেন্দ্র মোদীর ভাবনাচিন্তার প্রকাশ ঘটিয়েছে। যেন বলা হচ্ছে ৪০ জন শহিদ হয়েছে , আর আমরা নির্বাচন জিতে যাব। গোটা বিষয়টির তদন্তের দাবি তোলেন রাহুল।

কোন চ্যাটের ইস্যুতে সরব রাহুল
প্রসঙ্গত, বার্কের প্রধান পার্থ দাশগুপ্তর সঙ্গে অর্ণব গোস্বামীর চ্যাট কয়েকদিন আগেই প্রকাশ্যে আসে। আর তা নিয়েই গোটা দেশে শোরগোল পড়ে যায়।
যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বাইপাস এলাকায়