অস্ট্রেলিয়ায় ইতিহাস রচনা করা ভারতের লড়াই ও মানসিকতার প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী
অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে পরপর দুই বার বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজ হারিয়ে ইতিহাস রচনা করেছে ভারতীয় ক্রিকেট। এবারের জয় যে অন্য বারের থেকে আলাদা, তা মেনে নিচ্ছেন দেশের ক্রিকেট প্রেমীরা। অ্যাডিলেড ওভালে হওয়া প্রথম টেস্টে শোচনীয় পরাজয়ের পর যেভাবে সিরিজে ফিরে এসেছে অজিঙ্ক রাহানে শিবির, তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে বিশ্ব। ভাঙাচোরা দল নিয়ে গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের নাছোড় লড়াই এবং ঐতিহাসিক জয়ে গর্বিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

কী বললেন মোদী
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ঐতিহাসিক সাফল্যে তিনি পুলকিত হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ইচ্ছাশক্তি নিয়ে গাব্বায় শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তরুণ টিম ইন্ডিয়া যেভাবে লড়াই করেছে, তা বিশেষ ভাবে উল্লেখ করেছেন মোদী। অজিঙ্ক রাহানে নেতৃত্বাধীন ভারতীয় দল আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর টুইট
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ক্রিকেট ভক্ত, তা জানা গিয়েছে আগেই। মঙ্গলবার গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের লড়াইয়ের দিকে যে তিনি নজর রেখেছিলেন, তা জানা গেল ম্যাচ শেষ হওয়ার পর। ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থের ব্যাট থেকে জয়সূচক রান বেরোনোর কিছু পরেই গর্বিত প্রধানমন্ত্রী মোদী টুইট করেন। তা দেখে আবেগতাড়িত হয়ে পড়েছেন দেশের ক্রিকেট প্রেমীরা।

পরপর দুই সিরিজ জয়
২০১৮-১৯ মরসুমে বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ-হীন অজি শিবিরকে তাদেরই মাটিতে ২-১ ব্যবধানে বর্ডার-গাভাসকর ট্রফিতে ধরাশায়ী করেছিল টিম। অস্ট্রেলিয়ার মাটিতে সেটাই ছিল ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়।

এবারের কাজ ছিল কঠিন
এবার দেশের মাটিতে পুরো দল নিয়েই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। উল্টে প্রথম টেস্টের পর অধিনায়ক বিরাট কোহলি দেশে ফিরে যাওয়ায় অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল ভারত। চোট-আঘাতে জর্জরিত দল হয়ে সিরিজের মাঝপথে দেশে ফিরে যেতে হয়েছে রথী-মহারথীদেরও। কার্যত বি টিম নিয়ে গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল ভারত। ফলে এই জয়ের গুরুত্ব অনেক বেশি বলে মনে করেন দেশের ক্রিকেট প্রেমীরা।
গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭০ বছরের রেকর্ড ভাঙল টিম ইন্ডিয়া! কী বলছে পরিসংখ্যান