পন্থের ব্যাটে বাউন্ডারির বাইরে সমালোচনা, তাও কি শুনতে হবে 'ধোনি ধোনি' রব?
১৮ বল বাকি থাকতে গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন উইকেটে টেস্ট ম্যাচ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। একই সঙ্গে অজিভূমে দ্বিতীয় বারের জন্য বর্ডার-গাভাসকর ট্রফি জিতে ইতিহাস রচনা করেছে অজিঙ্ক রাহানে শিবির। এই জয়ের অন্যতম কৃতিত্বের অধিকারি তরুণ ঋষভ পন্থকে এক দিন আগে পর্যন্ত নানা সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে। কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তুলনা টেনে কাটাছেঁড়া করা হয়েছে তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের পারফরম্যান্স। সেসবের জবাব সোজা ব্যাটে খেলে দিয়েছিলেন দিল্লির তারকা। প্রশ্ন একটাই যে এবার কি পন্থকে ধোনির ছায়া থেকে দূরে রাখা হবে?

পন্থের পারফরম্যান্স
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গাব্বা টেস্টে ১৩৮ বলে ৮৯ রানের অপরাজিত, পরিণত এবং ম্যাচ উইনিং টেস্ট খেলেছেন ঋষভ পন্থ। ৯টি চার ও একটি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। ব্রিসবেন টেস্টে ভারতের হয়ে জয়সূচক শট তরুণ পন্থই নেন।

রেকর্ডে ধোনিকে টপকে যান
গাব্বায় দুর্দান্ত ব্যাটিংয়ের এক ফাঁকে ভারতের দ্রুততম উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে টেস্টে এক হাজার রান করেন ঋষভ পন্থ। মাত্র ২৭টি টেস্ট ইনিংস খেলে এই নজির গড়েন ভারতীয় তারকা। টপকে যান কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে। অন্যদিকে দেশের সপ্তম ব্যাটসম্যান হিসেবে টেস্টে এক হাজার রান পূর্ণ করেন ঋষভ।

বর্ডার-গাভাসকর ট্রফি থেকে ঋষভের অন্যান্য প্রাপ্তি
১) অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ৬০০-এর বেশি রান করে ফেলেছেন ঋষভ পন্থ। অজিভূমে বিশ্বের প্রথম সফরকারী দলে উইকেটরক্ষক হিসেবে এই নজির গড়েছেন টিম ইন্ডিয়ার তরুণ উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান। ধারেকাছে নেই কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি।
২) উইকেটরক্ষক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ৬০০-এর বেশি রান করে ফেলেছেন তরুণ পন্থ। এমন নজির এশিয়ার অন্য কোনও উইকেটরক্ষক-ব্যাটসম্যানের নেই। অনেকটাই পিছনে রয়েছেন গ্রেট মহেন্দ্র সিং ধোনি ও কুমার সাঙ্গাকারা। অস্ট্রেলিয়ায় ১২টি টেস্ট ইনিংস খেলে ৬২৪ রান করেছেন ঋষভ। ১৭টি ইনিংস খেলে ৪৭১ রান করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সৈয়দ কিরমানি। অজিভূমে ১৮টি টেস্ট ইনিংস খেলে ৩১১ রান করা এমএস ধোনি রয়েছেন তালিকার তৃতীয় স্থানে।
৩) মাত্র ২৩ বছর বয়সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে কোনও টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে ৫০-এর বেশি রান করেছেন ঋষভ পন্থ। বয়সের নিরিখে যা এক রেকর্ড। এর আগে একই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক ইয়ান হিলির। মাত্র ২৪ বছর ২১ দিন বয়সে দেশের মাঠে টেস্টের চতুর্থ ইনিংসে ৫০-এর বেশি রান করেছিলেন হিলি।

তবু কেন সমালোচনায় বিদ্ধ পন্থ
অ্যাডিলেড টেস্টে হতশ্রী ব্যাটিং পারফরম্যান্স করা ঋদ্ধিমান সাহার পরিবর্তে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ তিনটি টেস্টে ভারতীয় দলের প্রথম একাদশে তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থকে সুযোগ দেওয়া হয়। উইকেটের পিছনে দাঁড়িয়ে একের পর এক ক্যাচ ফেলে এবং স্ট্যাম্প মিস করে ক্রিকেট প্রেমীদের চক্ষুশূল হয়ে ওঠেন ২৩ বছরের ক্রিকেটার। সোশ্যাল মিডিয়ায় তাঁকে আবারও শুনতে হয় 'ধোনি ধোনি' রব।

ব্যাট হাতেই জবাব
সমালোচনা সত্ত্বেও কেন তাঁকে দলে রাখা হয়েছে, তা প্রমাণ করলেন ঋষভ পন্থ। সিডনি টেস্টের তৃতীয় ইনিংসে ৯৭ এবং গাব্বা টেস্টের চতুর্থ ইনিংসে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলে পন্থ প্রমাণ করেছেন, উইকেটরক্ষক নয় বরং তাঁকে ব্যাটসম্যান হিসেবেই দেখুক দেশ। গত তিনটি টেস্ট ম্যাচে পন্থ যতগুলি ক্যাচ ছেড়েছেন বা সহজ বল গলিয়েছেন, তার বেশি রান করে যে তিনি পরিস্থিতি পুষিয়ে দিয়েছেন, তা প্রমাণিত।
৩৬ রানে অল আউট থেকে টেস্ট সিরিজ জয়, কোন জাদুকাঠিতে উজ্জীবিত ভারত!