জলপাইগুড়িঃ মর্মান্তিক দুর্ঘটনা জলপাইগুড়ির ধূপগুড়িতে। পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় বহু মৃত্যুর আশঙ্কা। গুজরাটের সুরাটের পর আরও এক পথ দুর্ঘটনার সংবাদ এসেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ধুপগুড়ির জলঢাকা সেতুর কাছে ময়নাতলি এলাকায়। জানা যাচ্ছে, সেখানেই উল্টে গিয়েছে পাথর বোঝাই ডাম্পার। সেই ডাম্পারে আরও একটি গাড়ি ধাক্কা মারে।
ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। কি কারণে এই ঘটনা তা জানার চেষ্টা।
লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'!
'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের।
কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.