• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

বিপাকে তাণ্ডব ওয়েব সিরিজ, হিন্দু দেব–দেবীদের অপমান করার অভিযোগ বিজেপির

অ্যামাজন প্রাইম ভিডিওর সাম্প্রতিকতম ওয়েব সিরিজ '‌তাণ্ডব’‌ নিয়ে এবার বাস্তব জীবনেও শুরু হল তাণ্ডব। এই ওয়েব সিরিজ ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ উঠিয়েছে বিজেপি নেতারা। সোমবার তাণ্ডবের নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। প্রসঙ্গত ১৫ জানুয়ারি সইফ আলি খান ও ডিমটপল কাপাডিয়া অভিনীত সিরিজটি মুক্তি পায়।

বিপাকে তাণ্ডব ওয়েব সিরিজ, হিন্দু দেব–দেবীদের অপমান করার অভিযোগ বিজেপির

১)‌ ১৭ জানুয়ারি বিজেপি নেতা রাম কদম সইফ আলি খানের নতুন ওয়েব শো তাণ্ডবের জন্য তাঁর সমালোচনা করনে এবং দর্শকদের তা বয়কট করার নির্দেশ দেন। তিনি এও জানিয়েছেন যে অভিনেতা এমন একটি শোয়ের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর যেটি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে। যার জন্য সইফ আলি খানকে ক্ষমা চাইতে বলা হয়।

২)‌ ওইদিনই তথ্য ও সম্প্রচার মন্ত্রক তাণ্ডবের নির্মাতাদের বিরুদ্ধে নোটিশ জারি করে। এই শোকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেড়করের কাছে অভিযোগ জানিয়েছেন বিজেপির সাংসদ মনোজ কোটাক।

৩)‌ বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুর্জারও প্রকা জাভড়েকরকে তাণ্ডব বন্ধ করার জন্য চিঠি লেখেন।

৪)‌ ১৮ জানুয়ারি সোমবার লখনউয়ের হজরতগঞ্জ পুলিশের কাছে তাণ্ডবের নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

৫)‌ এই ওয়েব সিরিজের পরিচালক আলি আব্বাস জাফর, প্রযোজক হিমাংশু কৃষ্ণ মেহরা, সিরিজের লেখক গৌরব সোলাঙ্কি (Gaurav Solanki), অ্যামাজন ইন্ডিয়ার অরিজিনাল কন্টেন্ট প্রধান অপর্ণা পুরোহিত সবার নাম করে একটি এফআইআর দায়ের করা হয়েছে লখনউতে। অভিযোগ একটাই এই ওয়েব সিরিজে অপমান করা হয়েছে হিন্দু দেবদেবীদের।

৬)‌ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সঙ্গে সোমবার বৈঠক করা হয় এ প্রসঙ্গে। তাণ্ডব নিয়ে মন্ত্রকের পক্ষ থেকে সোমবারই সিদ্ধান্ত নেওয়া হবে।

৭)‌ তাণ্ডব শোকে ঘিরে এত বিতর্কের মাঝে সইফ আলি খানের অবস্থান জানতে চেয়েছেন বিজেপি সাংসদ রাম কদম।

৮)‌ রাম কদম ও তাঁর সমর্থকরা অ্যামাজন প্রাইম ভিডিওর বিরুদ্ধে মুম্বইয়ে অভিযোগ দায়ের করেছে। তাঁরা প্রতিবাদ স্বরূপ নিজেদের ফোন থেকে এই অ্যাপটি মুছে দিয়েছেন।

৯)‌ মুম্বইয়ের বিকেসিতে অ্যামাজন প্রাইম ভিডিওর অফিসে বিজেপি সমর্থকরা মিছিল করে এসে প্রতিবাদ জানাতে শুরু করে।

১০)‌ তাণ্ডব ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন সইফ আলি খান। যেহেতু তিনি সম্প্রতি নতুন বাড়িতে শিফট করছেন, সেই কথা ভেবে তাঁকে আলাদা করে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। এর আরও একটি কারণ হল সইফের স্ত্রী করিনা কাপুর খান গর্ভবতী। তাই অনেকেই আশঙ্কা করছেন যে সইফের বাড়ির সামনে একদল মানুষ গিয়ে সমস্যা তৈরি করতে পারেন। তাই আগে থেকেই নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে খান পরিবারকে।

English summary
fir against tandav makers bjp alleges insulting hindu gods
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X