গাব্বায় মোট উইকেট সংখ্যায় দেশের রথি-মহারথিদের টপকালেন শার্দুল, কী বলছে পরিসংখ্যান
ব্রিসবেনের গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার সুযোগকে কাজে লাগিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার শার্দুল ঠাকুর। ম্যাচে ব্যাট এবং বলে কামাল করেছেন মুম্বইকর। সংশ্লিষ্ট টেস্টে তিনি যতগুলি উইকেট নিয়েছেন, এই মাঠে ভারতের অনেক রথি-মহারথিরা তা করে দেখাতে পারেননি। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শার্দুল। শীর্ষ স্থানে রয়েছেন কোন ভারতীয় কিংবদন্তি, তা জেনে নেওয়া যাক।

গাব্বায় শার্দুলের উইকেট
গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৯৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার শার্দুল ঠাকুর। দ্বিতীয় ইনিংসে ৬১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন মুম্বইকর। সবমিলিয়ে চলতি টেস্টে শার্দুলের উইকেট সংখ্যা ৭।

শীর্ষে কিংবদন্তি প্রসন্ন
ব্রিসবেনের গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেরা বোলিং রয়েছে যে ভারতীয় বোলারের নামের পাশে, তিনি কিংবদন্তি এরাপল্লী প্রসন্ন। ১৯৬৮ সালের টেস্টের প্রথম ইনিংসে ১১৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন প্রবাদপ্রতিম স্পিনার। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১০৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন প্রসন্ন। ম্যাচে মোট ৮ উইকেট নিয়েছিলেন ভারতীয় কিংবদন্তি।

তালিকার তৃতীয় স্থানে সিরাজ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধ ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ৭৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ সিরাজ। দ্বিতীয় ইনিংসে ৭৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন টিম ইন্ডিয়ার তরুণ পেসার। সবমিলিয়ে ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৬।

ব্যাটসম্যান শার্দুল ঠাকুর
বল হাতে কামাল করার পাশাপাশি ব্যাটেও কেরামতি দেখিয়েছন শার্দুল ঠাকুর। ব্রিসবেনের গাব্বায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ১১৫ বলে ৬৭ রান করেছেন মুম্বইকর। তাঁর ব্যাট থেকে এসেছে ৯টি চার ও দুটি ছক্কা এসেছে।