কলকাতা: বিজেপিতে পুরোদস্তুর সক্রিয় শোভন-বৈশাখী। কলকাতার পর এবার তৃণমূলের ‘যুবরাজ’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র এলাকায় রোড শো করবেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিকেল ৩টে নাগাদ বিষ্ণুপুর থানা এলাকা থেকে শুরু শোভন-বৈশাখীর মেগা-রোড শো। আমতলা কলোনি মাঠে এসে শেষ হবে এই কর্মসূচি। এরপর সেই মাঠে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন শোভন চট্টোপাধ্যায়।

বিধানসভা ভোটের ঠিক মুখে এবার বিজেপিতে পুরোদমে সক্রিয় দলের কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়। দিন কয়েক আগেই বান্ধবী তথা বিজেপির কলকাতা জোনের সহ-পর্যবেক্ষক বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে শহর কলকাতায় রোড শো করেছেন শোভন।

বিজেপির অন্য নেতারাও ছিলেন সেই রোড-শোয়ে। রোড শো শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় শোভনবাবু তুলোধনা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। একইভাবে তীব্র বিষোদগার করেছেন ডায়মন্ড হারবারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। একুশের ভোটে বিজেপিই বাংলা দখল করবে বলে আশাবাদী শোভন।

কলকাতার পর এবার লক্ষ্য ডায়মন্ড হারবার। তৃণমূলে থাকাকালীন দক্ষিণ ২৪ পরগনা জেলায় দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন শোভন চট্টোপাধ্যায়। এই জেলা শোভনের হাতের তালুর মতো চেনা। জেলার বিভিন্ন প্রান্তে শোভন চট্টোপাধ্যায়ের নিজস্ব কিছু প্রভাব এখনও রয়েছে।

সেই কারণেই অভিষেকের গড়ে এবার শোভন চট্টোপাধ্যায়কেই পুরোদস্তুর রাজনৈতিক কর্মসূচিতে নামিয়েছে গেরুয়া দল। আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর থানা চত্বর থেকে বিকেল ৩টে নাগাদ শুরু হবে মেগা রোড শো।

কলকাতায় বিজেপির পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী তথা কলকাতায় দলের সহ পর্যবেক্ষক বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হবে রোড শো। বিষ্ণুপুর থানা চত্বর থেকে শুরু হয়ে মিছিল শেষ হবে আমতলা কলোনি মাঠে। সেখানেই প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন শোভন চট্টোপাধ্যায়।

লাল-নীল-গেরুয়া...! 'রঙ' ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা 'খাচ্ছে'? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম 'সংবাদ'! 'ব্রেকিং' আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে 'রঙ' লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে 'ফেক' তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই 'ফ্রি' নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।.

করোনাকালে বিনোদন দুনিয়ায় কী পরিবর্তন? জানাচ্ছেন, চলচ্চিত্র সমালোচক রত্নোত্তমা সেনগুপ্ত I