• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

প্রজাতন্ত্র দিবসে কৃষকদের 'ট্রাক্টর ব়্যালি' ঘিরে জোর জল্পনা! কী রায় দিল সুপ্রিমকোর্ট?

দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে কৃষি আইনের বিরোধিতায় কৃষকরা ট্রাক্টর ব়্যালি করবে বলে জানিয়েছে। তবে সেই ব়্যালি নিয়ে মামলা দায়ের হয়েছিল সুপ্রিমকোর্টে। কৃষি আইন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মামলা দায়ের হয়েছিল সুপ্রিমকোর্টে। সেই বিষয়ে এদিন শুনানি হয় আদালতে। সেখানেই সুপ্রিমকোর্ট জানিয়ে দেয় যে ৬ জানুয়ারি কৃষকরা দিল্লিতে ব়্যালি করতে পারবে কি না, তার সিদ্ধান্ত নেবে দিল্লি পুলিশ।

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান বানচাল হতে পারে

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান বানচাল হতে পারে

এদিনের শুনানিতে কৃষকরা ট্র্যাক্টর মিছিল করতে পারবেন কিনা তা নিয়ে কোনও নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট। সোমবার তারা জানিয়েছে, এটা আইনশৃঙ্খলার প্রশ্ন। এব্যাপারে সিদ্ধান্ত নেবে পুলিশ। কী করতে হবে তা সুপ্রিম কোর্ট বলে দেবে না। সরকারের তরফে শীর্ষ আদালতে জানানো হয়েছিল, কৃষকদের মিছিল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান বানচাল করে দিতে পারে। সেটা হবে দেশের লজ্জা।

মিছিলে স্থগিতাদেশ দেওয়ার আর্জি

মিছিলে স্থগিতাদেশ দেওয়ার আর্জি

কেন্দ্রে এই মিছিলে স্থগিতাদেশ দেওয়ার আর্জি জানিয়েছিল। প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চ এব্যাপারে কৃষকদেরও নোটিশ দিতে বলেছিল। এদিকে অকালি দলের নেতা সুখবীর সিং বাদলের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সির সাহায্যে কৃষক নেতা ও তাঁদের সমর্থনকারীদের ভয় দেখানোর চেষ্টা করছে কেন্দ্র৷ সেই ক্ষেত্রে প্রায় ধরে নেওয়া যায় দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিলের অনুমতি মিলবে না।

আন্দোলনরত কৃষক নেতাকে তলব করে এনআইএ

আন্দোলনরত কৃষক নেতাকে তলব করে এনআইএ

উল্লেখ্য, আন্দোলনরত কৃষক নেতাকে তলব করে এনআইএ৷ নিষিদ্ধ সংগঠন শিখ ফর জাস্টিস সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মোট ৪০ জনকে সমন পাঠিয়েছে এনআইএ৷ তার মধ্যে রয়েছেন কৃষক নেতা বলদেব সিং সিরসা এবং পাঞ্জাবি অভিনেতা দীপ সিধু৷ কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলনকে সমর্থন করেছিলেন ওই অভিনেতা৷ আজই এনআইএ-র দিল্লির সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছে তাঁদের৷ বাকিদের মধ্যে অলাভজনক সংস্থা খালসা এইডের সদস্যরাও রয়েছে৷

কেন্দ্রের সমালোচনায় নেমেছে শিরোমণি অকালি দল

কেন্দ্রের সমালোচনায় নেমেছে শিরোমণি অকালি দল

এরপরই কেন্দ্রের সমালোচনায় নেমেছে শিরোমণি অকালি দল৷ অকালি দলের নেতা সুখবীর সিং বাদলের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সির সাহায্যে কৃষক নেতা ও তাঁদের সমর্থনকারীদের ভয় দেখানোর চেষ্টা করছে কেন্দ্র৷ শনিবার টুইটে তিনি লেখেন, 'কৃষক নেতা ও কিষাণ আন্দোলনের সমর্থনকারীদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে এনআইএ এবং ইডি৷ কৃষক নেতাদের ভয় দেখানোর এই প্রচেষ্টার কড়া নিন্দা করছি৷ ওরা দেশদ্রোহী নয়৷ নয়বার আলোচনা ব্যর্থ হওয়ায় এটা স্পষ্ট যে কেন্দ্রীয় সরকার কৃষকদের ক্লান্ত করে দেওয়ার চেষ্টা করছে৷'

তদন্তে সাহায্যের বার্তা অভিযুক্তদের

তদন্তে সাহায্যের বার্তা অভিযুক্তদের

খাবার, জল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়েছে খালসা এইড৷ তবে এজেন্সির সঙ্গে তারা পুরোমাত্রায় সহযোগিতা করবে বলে শনিবার সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে৷ বিবৃতিতে বলা হয়, 'কৃষক আন্দোলনের সঙ্গে যুক্তদের এনআইএ সমন পাঠানোয় আমরা ভীষণ চিন্তিত৷ দেশদ্রোহিতা এবং সন্ত্রাসবাদের সমর্থনের অভিযোগে বাস ড্রাইভার থেকে ইউনিয়ন নেতাদের এনআইএ সমন পাঠিয়েছে৷ আমাদের খালসা এইড ভারত দলের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হবে ৷ আমাদের দল সবরকম সাহায্য করবে৷ এনআইএ-র সবরকম প্রশ্নের উত্তর দেব আমরা৷'

English summary
What did Supreme court order sayd about Farmers' Tractor rally in Delhi on Republic day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X