• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

পাওয়া গেল ব্লকেজ, সেন্ট বসানোর পরিকল্পনা, সৌরভের পরিবারে ফের হৃদরোগের আক্রমণ

  • |

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারে ফের হৃদরোগের আক্রমণ। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট ২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে উডল্যান্ডসে ভর্তি হন। এরপর তাঁর হৃদপিণ্ডে সেন্ট স্থাপন করা হয়। এবার সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রেও ব্লকেজ ধরা পড়ল।

পাওয়া গেল ব্লকেজ, সেন্ট বসানোর পরিকল্পনা, সৌরভের পরিবারে ফের হৃদরোগের আক্রমণ

জানা গিয়েছে, সৌরভ গাঙ্গোপাধ্যায়ের পর এবার তাঁর দাদা স্নেহাশিসের হৃদযন্ত্রেও ব্লকেজ ধরা পড়েছে। শরীর অসুস্থ হতে সোমবার সৌরভের উদ্যোগেই দাদা স্নেহাশিস হৃদযন্ত্রের পরীক্ষা করান।

এরপরই সৌরভের দাদার হৃদযন্ত্রে ব্লকেজ ধরা পড়েছে। সিএবি সচিব স্নেহাশিস গাঙ্গোপাধ্যায়ের স্টেন্ট বসানো হতে পারে বলে খবর।

জানা গিয়েছে, আগামী ২২ জানুয়ারি স্নেহাশিসের বুকে স্টেন্ট বসানো হতে পারে। প্রসঙ্গত সৌরভের হৃদযন্ত্রে তিনটি ধমনীতে ব্লকেজ ধরা পড়েছিল। যার মধ্যে একটি সেন্ট স্থাপনের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। সৌরভ আপাতত বাড়িতেই রয়েছেন।

আগামী দিনে তাঁর বাকি দুটি ব্লকেজেও সেন্ট স্থাপন করা নিয়ে ডাক্তাররা পরিকল্পনা করে রেখেছেন। উডল্যান্ডসে পাঁচ দিনের লড়াই শেষে সৌরভ সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরেন। ২ জানুয়ারি বাড়িতে জিম করার মুহূর্তে বিসিসিআই সভাপতি বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন। এবার সৌরভের দাদা স্নেহাশিষকে নিয়ে দুশ্চিন্তার কালো মেঘ তৈরি হয়ে গেল।

English summary
Sourav Ganguly's Elder brother snehasish ganguly has a heart blockage
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X