• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

জট খুলছে ধীরে ধীরে, কয়লা পাচারকাণ্ডে এই প্রথম সিবিআই-এর মুখোমুখি আইপিএস অফিসার!

সোমবার সকালে কলকাতার নিজাম প্যালেসের সিবিআই অফিসে হাজিরা দেন আইপিএস অফিসার তথাগত বসু এবং কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন কেন্দ্রীয় তদন্ত সংস্থার। কয়লা পাচারকাণ্ডে এই প্রথম রাজ্যের কোনও আইপিএস অফিসার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন।

মোট ছয়জন পুলিশ অধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব

মোট ছয়জন পুলিশ অধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব

তথাগত বসু এখন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার। এর আগে তিনি ছিলেন হুগলি জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট। কয়েকদিন আগে গোরু এবং কয়লা পাচার তদন্তে তথাগত বসু ও আরও দুইজন আইপিএস অফিসার সহ পশ্চিমবঙ্গের মোট ছয়জন পুলিশ অধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের অফিসে তলব করে সিবিআই।

আরও কোন আইপিএস অফিসারদের উপর নজর সিবিআই-এর

আরও কোন আইপিএস অফিসারদের উপর নজর সিবিআই-এর

তথাগত বসু ছাড়া অপর দুই আইপিএস অফিসারদের একজন হলেন কল্লোল গনাই যিনি এখন রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ইন্সপেক্টর জেনেরাল ব়্যাঙ্কে কর্মরত। গনাই এর আগে ছিলেন মুর্শিদাবাদ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনেরাল। দ্বিতীয়জন হলেন আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (সদর) অংশুমান সাহা৷ যিনি এর আগে ছিলেন মুর্শিদাবাদ জেলার অতিরিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট।

দ্রুত তদন্তের জট ছাড়াতে চাইছে সিবিআই

দ্রুত তদন্তের জট ছাড়াতে চাইছে সিবিআই

সিবিআই সূত্রে জানা যাচ্ছে, এই তিন জন ছাড়া আরও তিন পুলিশ আধিকারিক, যাঁরা এখন ইন্সপেক্টর বা ডেপুটি সুপারিনটেনডেন্ট পদে কর্মরত, তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের অফিসে তলব করেছে সিবিআই। এই মর্মে ৫ জানুয়ারি দুপুরে পশ্চিমবঙ্গের পুলিশ মহানির্দেশকের অফিস একটি ফ্যাক্সবার্তা পাঠিয়ে দেয় সিবিআই।

গরু এবং কয়লা পাচার সংক্রান্ত তথ্যের খোঁজ

গরু এবং কয়লা পাচার সংক্রান্ত তথ্যের খোঁজ

সিবিআই সূত্রে খবর, তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে গরু এবং কয়লা পাচার সংক্রান্ত আরও অনেক তথ্য এবং নথি পাওয়ারর আশা করছে কেদ্রীয় তদন্তকারী দল। আরও অনেক প্রভাবশালীর নাম উঠে আসারও সম্ভাবনা আছে বলে মনে করছে সিবিআই।

English summary
IPS Tathagata Bose, DCP Chandannagore goes to Nizam Palace to face CBI in Coal scam case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X