এই কারণে এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথ না হওয়ার সম্ভাবনা
করোনা ধাক্কায় ২০২০ সালে ক্রিকেটসূচির একাধিক টুর্নামন্ট স্থগিত হয়েছিল। তাই ২০২১ সালে ভারতের সামনে ঠাসা ক্রীড়াসূচি। সেই সঙ্গে এবছর ভারতের মাটিতেই টি-২০ ক্রিকেট বিশ্বকাপ রয়েছে। এই পরিস্থিতিতে তাই এশিয়া কাপ থেকে নাম তুলে নেওয়ার চিন্তা ভাবনা করছে বিসিসিআই।

এই মুহূর্তে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলছে ভারত। টেস্ট সিরিজের পঞ্চম দিন ভারত-অস্ট্রেলিয়ার লড়াইয়ের উপর পেণ্ডুলামের মতো সিরিজের ভাগ্য দুলছে। গাব্বায় সিরিজ নির্ণায়ক এই চতুর্থ টেস্টের পর, দেশে ফিরে নতুন বছরে ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত। টেস্ট থেকে টি-টোয়েন্টি, ওডিআই সব ফর্ম্যাটের ম্যাচই খেলতে হবে বিরাট-রোহিতদের।
অন্যদিকে গত বছরে স্থগিত হওয়া সিরিজগুলোও আয়োজন করতে হবে। সেই কারণেই এশিয়া কাপ থেকে ভারতের নাম তুলে নেওয়ার ভাবনা বিসিসআইয়ের। মূলত ঠাসা ক্রীড়াসূচি থেকে ক্রিকেটারদের বিশ্রাম দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে বোর্ড সূত্রে খবর।
বাস্তবে এমনটা হলে, এশিয়া কাপে এবার আর ভারত-পাকিস্তান মহারণ দেখার সুযোগ পাবেন না ক্রিকেটপ্রেমীরা। শেষবার ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে দুই দেশ মুখোমুখি হয়েছিল। বিশ্বজুড়ে করোনা অতিমারির কারণে ২০২০ সালে আর ভারত-পাক দ্বৈরথ দেখার সুযোগ হয়নি ক্রিকেট অনুরাগীদের। এবার ২০২১ সালে এশিয়া কাপে দুই দেশের সাক্ষাৎ না হওয়ার সম্ভবনা।